শুভমানকে ছেড়ে নতুন সম্পর্কে জড়ালেন সারা টেন্ডুলকার, নিমেষে ভাইরাল ভিডিও !!, 1

ভারত ও ইংল্যান্ডের মধ্যে লর্ডসে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) তার ইউ উই ক্যান (YWC) সংস্থার পক্ষ থেকে একটি চ্যারিটি ডিনারের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ইংল্যান্ডে ভারতীয় দলকেও আমন্ত্রণ জানিয়েছিলেন যুবরাজ। তাছাড়া, মহান শচীন টেন্ডুলকার তাঁর পরিবার নিয়েও হাজির হয়েছিলেন যুবরাজের এই চ্যারিটিতে। সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ক্লিপ সমাজ মাধ্যমে উঠে এসেছিল। যেখানে শুভমান গিল ও সারা টেন্ডুলকারের মুহূর্ত বেশ ভাইরাল হয়েছিল। যে কারণে, সোশ্যাল মিডিয়ায় আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)।

সম্পর্ক ভেঙেছিল শুভমান গিল ও সারা টেন্ডুলকারের

shubman-gill-and-sara-can-patch-up, সারা টেন্ডুলকার
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

ভারতীয় দলের টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ও সারা তেন্ডুলকরের সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে ট্রেন্ডিং। বছর ৩ ধরে দুজনের সম্পর্কের চর্চা খবরের শিরোনামে রয়েছে। তবে, বেশ কিছুদিন আগে অর্থাৎ আইপিএল চলাকালীন দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে শোনা গিয়েছিল। তবে, এদিন চ্যারিটি ডিনারে সারা ও শুভমানকে চোখে চোখে বেশ কয়েকবার দেখা গিয়েছিল। তাছাড়া, শচীন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার যখন শুভমানের দিকে তাকিয়েছিল তখন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) শুভমানকে নিয়ে উপহাস করছিলেন।

Read More: চোখে চোখ মিলে গেলো শুভমান গিল ও সারা তেন্ডুলকারের, ভাইরাল ভিডিওতে শুরু নতুন জল্পনা‌ !!

ভাইরাল হলো সারার নতুন কীর্তি

Sara Tendulkar, shubman gill, ipl 2025
Sara Tendulkar | Image: Getty Images

তবে, শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকরের সম্পর্ক ভাঙার পর বলিউড স্টার সিদ্ধান্ত ত্রিবেদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হয়ে যায়। ‘গহরাইয়াঁ’ অভিনেতা সিদ্ধান্তের সঙ্গে সারার প্রেম অনেক দূর গড়ায় বলেও খবর ছড়ায়। তবে এবার সেই সম্পর্কও আর নেই বলে খবর উঠে এসেছে। তবে এবার সারার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে সারার নতুন বয়ফ্রেন্ডের খোঁজ পাওয়া গিয়েছে। লাল জমায় সারাকে একজনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। তারপরেই সেই ভিডিওতে সারার পোস্টের কমেন্ট গুলো তুলে ধরা হয়। সেখানে, ‘সিদ্ধার্থ ঠাকড়ে’ বলে সেই ছেলেটি সারার বিভিন্ন ফটোতে প্রেমময় কমেন্ট করেছেন। এক ফটোতে কমেন্টে তিনি লিখেছেন, ‘আমার কাছে এসো বোবা (সারা)..’ , অন্য এক পোস্টে লিখেছেন, ‘আমার ভালোবাসা।’ তাছাড়া, নানান রকম ভালোবাসার কথা কমেন্ট করেছেন তিনি। সূত্রের দাবি, সিদ্ধার্থ ঠাকড়ে নাকি সারার আত্মীয়। দুজনকে বেশ কয়েকটি পোস্টেও একসাথে দেখা গিয়েছিল। যদিও, সারা ও সিদ্ধার্থের সম্পর্কের কথা দুজনের কেউই খোলাসা করেননি।

Read Also: আইনি জটিলতায় শামি’র প্রাক্তন স্ত্রী হাসিন জাহান, কাঠগড়ায় তাঁদের শিশুকন্যাও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *