প্রকাশ্য রাস্তায় বন্ধুদের সঙ্গে মদ্যপান সারার, সোশ্যাল মিডিয়ায় চর্চায় শচীন তনয়ার কান্ড !! 1

বছর শেষের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ক্রিকেটারর‌ও পরিবারের সঙ্গে ছুটির মেজাজে রয়েছেন। বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy 2025-26) মাঝেই পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠতে দিল্লি দল ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) গোয়া দলের হয়ে অংশগ্রহণ করছেন। এই কিংবদন্তি ক্রিকেটারের মেয়ে সারা তেন্ডুলকর‌ও (Sara Tendulkar) বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া আলোচনায় থাকেন। বর্তমানে তিনি গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এর মধ্যেই তাকে এবার বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গেল।

Read More: ছুপা রুস্তম সূর্যকুমার যাদব, এই লাস্যময়ী নারীকে দিতেন মাঝ রাতে ‘নটি’ ম্যাসেজ !!

বিতর্কে সারা তেন্ডুলকর-

Sara tendulkar
Sara Tendulkar | Image: Twitter

সারা তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। কিছু সামাজিক অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গেও দেখতে পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সারা। তিনি ফিটনেসের বিষয়ে ভিডিও প্রকাশ করে থাকেন। কিন্তু বছর শেষের মুহূর্তে শচীনের কন্যা এমন এক ঘটনা ঘটিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে।

বর্তমানে গোয়াতে ছুটি কাটাচ্ছেন সারা তেন্ডুলকর। তাকে বন্ধুদের সঙ্গে প্রকাশ্য রাস্তায় হাঁটাচলা করতে দেখা যাচ্ছে। একটি ভিডিও সামনে এসেছে সেখানে সারার হাতে মদের বোতল দেখতে পাওয়া গেছে। তিনি প্রকাশ্যে মদ্যপান করছেন বলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। ফলে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন সারা। “বাবার মান-সম্মান ডোবাচ্ছেন।”, বলে মন্তব্য সামনে উঠে এসেছে।

দেখুন সেই ভিডিওটি-

গিলের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা-

প্রকাশ্য রাস্তায় বন্ধুদের সঙ্গে মদ্যপান সারার, সোশ্যাল মিডিয়ায় চর্চায় শচীন তনয়ার কান্ড !! 2
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

সারা তেন্ডুলকর (Sara Tendulkar) বর্তমানে সমালোচনার মুখে পড়লেও অনেক তাকে সমর্থন করে লিখছেন, “তার বেক্তিগত জীবন সে নিজের মত কাটাচ্ছে তাতে কোনো ভুল নেই।” অন্যদিকে দীর্ঘদিন ধরে তার শুভমান গিলের মতো তারকা ব্যাটসম্যানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট করায় এই জল্পনা তৈরি হয়‌।

আলাদা আলাদা ছবি পোস্ট করলেও অনেক সময় দেখা গেছে তারা একই জায়গায় ছুটি কাটাচ্ছেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2023) সময় সারাকে স্টেডিয়ামে উপস্থিত থেকে গিলকে সমর্থন করতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময় ইংল্যান্ড সফরে যুবরাজ সিং (Yuvraj Singh)’এর আয়োজিত একটি অনুষ্ঠানে দুজনেই উপস্থিত ছিলেন। তবে কেউই এখনও পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।

Read Also: স্বর্গের পরীর মতো সুন্দরীর সঙ্গে প্রেম করছেন তিলক বর্মা, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *