ক্রিকেটার শুভমান গিলের (Shubman Gill) সাথে শচীন তেন্ডুলকরের কন্যা সারা’র (Sara Tendulkar) প্রেম নিয়ে একটা সময় উত্তাল হয়েছিলো নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে সারা বা শুভমান কেউই ভালোবাসার কথা স্বীকার করেন নি। কিন্তু নেটদুনিয়ায় দু’জনের কার্যকলাপ থেকে দুইয়ে দুইয়ে চার সহজেই করে নিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। লন্ডনের একই ক্যাফের একই টেবিল থেকে কখনও ছবি শেয়ার করেছেন তাঁরা। আবার কখনও শুভমানের ইন্সটাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন শচীন কন্যা। ভারতের ম্যাচ থাকলেই নানা সময় মাঠে দেখা গিয়েছে সারা’কে (Sara Tendulkar)। গ্যালারি থেকে শুভমান’কে উদ্দেশ্য করে সারা’র নামে স্লোগানও দিয়েছেন দর্শকেরা। জনপ্রিয় পত্রিকা ফিল্মফেয়ারের কলামেও জায়গা করে নিয়েছিলো সারা-শুভমানের প্রেম।
Read More: রাজস্থানের বিরুদ্ধে ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হিসাবে মাঠে নামবেন রাহানে, ক্যাপ্টেনসি করবেন এই তারকা !!
শুভমান অতীত, সিদ্ধার্থে মজেছেন সারা-

বহুচর্চিত সারা-শুভমান (Shubman Gill) জুটিতে যে ভাঙন ধরেছে তার আভাস পাওয়া গিয়েছিলো ক্রিকেট তারকার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারেই। টিম ইন্ডিয়ার ডান হাতি ওপেনার সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার’কে জানিয়েছিলেন, “আমি গত তিন বছর ধরে সিঙ্গল। একের পর এক গুজব রটে আমার নামে। অনেকের সাথে আমার নাম জুড়ে দেওয়া হয়। এমনকি যে মানুষকে কখনও দেখি নি বা আলাপই হয় নি তাদের সাথেও আমার নাম জুড়তে দেখেছি। যখন গুজব শুনি যে আমি সম্পর্কে আছি, তখন কখনওসখনও আমি নিজেই অবাক হয়ে যাই।” সারা অধ্যায় অতীত হওয়ার পর বলিউড অভিনেত্রী অবনীত কৌরের সাথে নাম জুড়েছিলো শুভমানের। সেই সম্পর্কও অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন ক্রিকেটে ফোকাস করতে চান। সম্পর্কে জড়ানোর মত সময় নেই তাঁর।
শুভমান অস্বীকার করলেও অবনীতের সাথে তাঁর বেশ কয়েকটি ছবি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে বলি অভিনেত্রীর কমেন্টের স্ক্রিনশট’ও শেয়ার হয়েছে ঝড়ের গতিতে। সম্পর্ক অস্বীকার করে ব্যক্তিগত জীবনকে সংবাদমাধ্যমের আতসকাঁচের থেকে দূরে রাখতে চান ক্রিকেট তারকা, মনে করছেন অনেকে। শুভমান-অবনীত জল্পনার মাঝে নয়া সম্পর্কে নাকি জড়িয়েছেন শচীন কন্যা সারা তেন্ডুলকর’ও (Sara Tendulkar)। বলিউড অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর (Siddharth Chaturvedi) সাথে সারা’কে দেখা গিয়েছে একাধিক পার্টি ও অনুষ্ঠানে। প্রেম করছেন তাঁরা, শোনা যাচ্ছে টিনসেল টাউনের অন্দরমহলে কান পাতলে। ‘গালি বয়,’ ‘গেহরাঁইয়া’র মত চলচ্চিত্রে কাজ করেছেন সিদ্ধার্থ। সারা’র আগে অমিতাভ বচ্চনের দৌহিত্রী নভ্য নাভেলি নন্দার সাথে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছিলো।
হেডেন কন্যার সাথে ছুটি কাটাচ্ছেন সারা-

শচীনের পথ ধরে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। গোয়ার হয়ে রঞ্জি খেলছেন তিনি। রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডেও। সারা (Sara Tendulkar) কিন্তু বেছে নিয়েছেন মা অঞ্জলির পেশাকেই। লন্ডনে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তিনি। শচীনের স্বেচ্ছাসেবী সংস্থার হয়েও কাজ করেন বছর ২৮-এর তরুণী। এই মুহূর্তে অবশ্য ছুটি কাটাতে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে। তাঁর সঙ্গী অজি কিংবদন্তি ম্যাথু হেডেনের কন্যা গ্রেস (Grace Hayden)। রোড ট্রিপে বেরিয়েছিলেন তাঁরা। ক্যুইন্সল্যান্ডের অপরূপ নিগর্সের ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন সারা (Sara Tendulkar)। ওয়ার্নার ব্রাদার্স মুভি ওয়ার্ল্ডেও গিয়েছিলেন তাঁরা। সেখানে সারা ও গ্রেসকে দেখা গিয়েছে রোলার কোস্টার রাইড উপভোগ করতে। সুপারম্যান, বাগ্স বানি’র মত চরিত্রের সাথে ছবিও তুলেছেন তাঁরা।