⁩রিয়ান পরাগের জন্য স্পেশাল ব্যাবস্থা করলো BCCI, গুয়াহাটির মঞ্চ কাঁপাতে দেখা যাবে সারা আলী খানকে !! 1

আইপিএল ২০২৫ এর (IPL 2025) উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন শহরে চলছে। এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রেয়া ঘোষাল ও দিশা পাটানি। এবার বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যে আইপিএল ২০২৫-এর বেশ কয়েকটি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। বেশ কয়েকটি দল এখনও তাদের ঘরের মাঠে খেলার সুযোগ পায়নি। ঠিক এমনই একটা দল হলো রাজস্থান রয়্যালস। এই মৌসুমে দুটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে রাজস্থান রয়্যালস। প্রথমটি তারা সানরাইজার্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলেছিল এবং নাইট রাইডার্সের বিরুদ্ধে গুয়াহাটিতে খেলেছিল।

গুয়াহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সারা আলী খান

Sara Ali Khan
Sara Ali Khan | Image: Getty Images

রাজস্থান প্রায় প্রতি মৌসুমে গুয়াহাটি তাদের দ্বিতীয় ঘরের মাঠে খেলে থাকে। তবে, আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় ঘরের ম্যাচটি খেলতে চলেছে। আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে। আর এদিন নাকি মাঠে হাজির থাকবেন বলিউড তারকা অভিনেত্রী সারা আলী খান।  প্রসঙ্গত, রাজস্থান এবং চেন্নাইয়ের মধ্যকার ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সন্ধ্যায় ৭.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

Read More: IPL 2025: ‘অবিক্রিত’ তকমা মুছে ছিনিয়ে নিলেন পার্পল ক্যাপ , আইপিএলে নতুন রূপকথা লিখলেন শার্দুল!!

আর এদিন উদ্বোধনী অনুষ্ঠানে গ্ল্যামার যোগ করতে প্রবীণ অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান আসবেন। আইপিএলের আগের মরশুমে মাত্র একবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, কিন্তু এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছর পূর্তিতে বিসিসিআই ১৩টি শহরেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে। ৩০শে মার্চ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সারা আলি খান, কিন্তু এই খবর প্রকাশের পর রাজস্থান রয়্যালসের তারকা খেলোয়াড় রিয়ান পরাগ (Riyan Parag) খবরের শিরোনামে উঠে এসেছেন।

রিয়ান পরাগের জন্য স্পেশাল ব্যাবস্থা নিলো BCCI

Ipl 2025
Riyan Parag | Image: Getty Images

চলতি সময়ে পরাগ সঞ্জু স্যামসনের (Sanju Samson) অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালস (RR) দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার ক্যাপ্টেনসিতে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে রাজস্থানকে। তবে, সারা আলী খানের নাম প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন তারকা ক্রিকেটার রিয়ান পরাগ (Riyan Parag)। আসলে, পরাগ ২০২৪ সালে তার ইউটিউব সার্চ হিস্ট্রির কারণে বেশ ট্রোল হচ্ছেন। রিয়ান পরাগ ক্রিকেটের পাশাপাশি অনলাইনে বিভিন্ন গেমের স্ট্রিম করে থাকেন।

গতবার আইপিএল সমাপ্ত হওয়ার পর বাড়ি ফিরে গিয়ে লাইফ স্ট্রিম করছিলেন পরাগ। ঠিক তখনই পরাগের ইউটিউব সার্চ হিস্ট্রি সামনে চলে আসে যেখানে ‘অনন্যা পান্ডে এন্ড সারা আলী খান হট ভিডিও’ বলে সার্চ করেছিলেন। যেহেতু ৩০ তারিখে সারা আলী খানকে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাবে তাই খবরের শিরোনামে উঠে এসেছেন রিয়ান পরাগ।

Read Also: IPL 2025: ট্রফি খরা কাটছে বেঙ্গালুরুর, ভাইরাল IIT বাবা করলেন বড় ভবিষ্যদ্বাণী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *