আগামীকাল এশিয়া কাপের (Asia Cup 2025) মহা মঞ্চে মাঠে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন থেকেই প্রায় আকাশ ছুঁয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে রাজনৈতিক টানাপোড়েন জটিল পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল। যার প্রভাব ক্রিকেট মাঠেও পড়েছে। দীর্ঘ জটিলতার মধ্যে দিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ইতিমধ্যেই একাদশ গুছিয়ে ফেলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে দলের অবস্থান এই তারকার ক্রিকেট ক্যারিয়ারের ওপর প্রশ্ন চিহ্ন তৈরি করছে।
Read More: Asia Cup 2025 BAN vs SL Match Preview: শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টাইগাররা !!
লোয়ার অর্ডারে সঞ্জু-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য প্রকাশিত টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন পর আবারও তারকা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) জায়গা পেয়েছেন। এর ফলে তাকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে ওপেনার হিসেবে মাঠে নামতে দেখা যাচ্ছে। অন্যদিকে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ না পেলেও সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেনার হিসাবে নয় বরং তাকে নিচের দিকে ফিনিশার হিসেবে ভূমিকা পালন করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছিল।
এবার এই বিষয়টি ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক নিশ্চিত করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন,“উইকেট দেখেই পাকিস্তানের বিপক্ষে একাদশ নির্ধারণ করা হবে। কোনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা নেই। আমাদের ১৫ জন ক্রিকেটারই খেলতে সক্ষম। কোচ এবং অধিনায়ক কী চান তার ওপর নির্ভর করছে। তবে সঞ্জুকে (Sanju Samson) ৫-৬ নম্বরে ব্যাট করতে দেখা যাবে। তিনি এই জায়গায় আগে ব্যাটিং করেননি। তবে চ্যালেঞ্জ নিতে পেরে খুশি।”
ক্যারিয়ার শেষ সঞ্জুর-

এই তারকা ব্যাটসম্যান গত বছর ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে ওপেনার হিসেবে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি ৩ টি দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে সাফল্য এনে দিয়েছিলেন। তাকে আইপিএলের (IPL 2025) মঞ্চেও ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। কিন্তু শুভমান গিল (Shubman Gill) জাতীয় দলে আসার পর সঞ্জু স্যামসনকে নিয়ে কর্মকর্তারা ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন। এশিয়া কাপে (Asia Cup 2025) ৫-৬ বা নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
ফলে বিশেষজ্ঞরা মনে করছেন সঞ্জু (Sanju Samson) নিজেকে প্রমাণ করার জন্য অনেক ম্যাচেই সুযোগ পাবেন না। আবার এই স্থানে তিনি যদি ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স না করতে পারেন একাদশ থেকে বাদ পরবেন। দলে ইতিমধ্যেই একাধিক তরুণ বিস্ফোরক ফিনিশার ব্যাটসম্যান রয়েছে। ফলে এশিয়া কাপের (Asia Cup 2025) পর আবারও ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা হারাতে পারেন এই ৩০ বছর বয়সী ক্রিকেটার। এই কারণে তার ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে পৌঁছে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।