গতকাল আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। আগামী মাসে অনুষ্ঠিত হবে নিলাম, যার আগেই দলগুলোর থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দিতে হলো আইপিএল কতৃপক্ষের কাছে। আসন্ন আইপিএলের (IPL 2026) আগে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) চেন্নাই সুপার কিংসে ট্রেড হওয়ার ঘটনা। রাজস্থান রয়্যালসের হয়ে দীর্ঘদিন ধরে খেলা সঞ্জু স্যামসনকে বিক্রি করার পর জল্পনা শুরু হয়েছিল- তাহলে কি পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে-র নতুন অধিনায়ক হতে চলেছেন তিনি? তবে ফ্র্যাঞ্চাইজি দ্রুতই সেই আলোচনা থামিয়ে দেয়। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী মৌসুমে দায়িত্ব পাচ্ছেন না সঞ্জু স্যামসন।
চেন্নাইতে এসেছেন স্যামসন

আসন্ন আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক থাকছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gailwad) নিজেই। ঋতুরাজ টানা দুই মৌসুম ধরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। ২০২৫ আইপিএল মৌসুমের মাঝপথে চোটের কারণে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। তারপর চেন্নাই সুপার কিংস দলের ক্যাপ্টেন হয়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)। ২০২৪ মৌসুমে সুপার কিংস ১৪ ম্যাচে ৭টি জয়ে পাঁচ নম্বরে শেষ করেছিল তাঁরা। গত মৌসুমে একেবারে টেবিলের তলায় অভিযান শেষ করেছিল চেন্নাই। আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ট্রেড হিসেবে রাজস্থানের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে ১৮ কোটির বিনিময়ে দলে শামিল করেছে সুপার কিংস বাহিনী। সঞ্জুর বদলে রাজস্থান জাদেজা ও স্যাম করানকে দলে শামিল করেছে।
Read More: “কিউরেটর আমাদের সঠিক…”: ইডেন টেস্ট হেরে পিচের দোহাই দিলেন গৌতম গম্ভীর, করলেন বেফাঁস মন্তব্য!!
ক্যাপ্টেনসি পাচ্ছেন না স্যামসন

জাদেজার বেতন নতুন করে নির্ধারিত হয়েছে ১৪ কোটি টাকা এবং করানকে দেওয়া হবে ২.৪ কোটি টাকা। স্যামসন ছিলেন রাজস্থান দলের অধিনায়ক, দীর্ঘদিন ধরে তিনি দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। স্যামসন দল থেকে চলে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) এই দলের ক্যাপ্টেনসি করার একটি খবর উঠে এসেছিল। তবে অন্যদিকে সঞ্জু চেন্নাই দলে যোগ দিলেও তাকে ক্যাপ্টেনসি ইতিমূহূর্তে দেওয়া হচ্ছে না। আইপিএলে ক্যাপ্টেন হিসাবে সঞ্জু স্যামসনকে রাজস্থানের জার্সিতে ৬৭ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে জয় এসেছে ৩৩ ম্যাচে ও পরাজয় হতে হয়েছে ৩২ ম্যাচে। ক্যাপ্টেন হিসাবে তাঁর রেকর্ড খুব একটা ভালো নয়। যে কারণে তাঁকে ক্যাপ্টেন বানানোর চিন্তা না ও করতে পারে টিম ম্যানেজমেন্ট।