"বাবরের থেকেও বড়ো জালি ব্যাটার..", নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ সঞ্জু'কে নিয়ে সমালোচনা ভক্তদের !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মঞ্চে ভারতীয় দল অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে ব্লু ব্রিগেডরা প্রথম ৩ ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে। এই সিরিজে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি নিজের জায়গা ফিরে পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন। আজ কিউইদের বিপক্ষে নিজের ঘরের মাঠে তিরুবন্তপুরমে ব্যাট হাতে তিনি জ্বলে উঠতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু আজ চতুর্থ ম্যাচেও ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন সঞ্জু। এরপরই তিনি সোশ্যাল মিডিয়া সমালোচনার মুখে পড়েছেন।

Read More: “ওকে ঘরে পাঠিও দাও..”, শ্রেয়স আইয়ার একাদশে সুযোগ না পাওয়ায় বিস্ফোরক ভারতের প্রাক্তন তারকা !!

আজ‌ও ব্যর্থ সঞ্জু-

"বাবরের থেকেও বড়ো জালি ব্যাটার..", নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ সঞ্জু'কে নিয়ে সমালোচনা ভক্তদের !! 2
Sanju Samson | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে বড়ো ইনিংস গড়তে পারলেন না সঞ্জু স্যামসন। তিনি আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি‌। শেষ ম্যাচে বিশাখাপত্তনমে ১৫ বলে মাত্র ২৪ রান সংগ্রহ করেছিলেন। আজ‌ও সিরিজের শেষ ম্যাচেও ছবিটা বদলায়নি। তিরুবন্তপুরমে প্রথম ইনিংসে ভারতের হয়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন সঞ্জু। প্রথম ওভারেই অভিষেক ১৪ রান সংগ্রহ করে জ্বলে ওঠেন।

কিন্তু সঞ্জু ৬ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। লকি ফার্গুসনের (Lockie Ferguson) করা বলে বেভন জ্যাকবসকে (Bevon Jacobs) ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। ফলে আজও সমর্থকরা রীতিমতো হতাশ হয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই তারকা ব্যাটসম্যান ট্রোলের মুখে পড়লেন। তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার জন্য আওয়াজ তুলেছেন সমর্থকরা।

এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “বাবর আজমের থেকেও বড়ো জালি ব্যাটসম্যান সঞ্জু।” এক সমর্থক উল্লেখ করেছেন, “এই তারকা ব্যাটসম্যান যা সমর্থকদের সমর্থন পেয়েছেন রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) মতো প্রতিভাবান ব্যাটসম্যানরা সেই সমর্থন পাচ্ছেন না। এটা আমাদের জন্য লজ্জা।” “সিমপ্যাথি দিয়ে বেশিদিন কাজ চলবে না। এই ফালতু ক্রিকেটারকে দল থেকে বাদ দাও।”, বলেও দাবি তুলছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “হাততালি দেওয়ার কিছু নেই..”, অজিদের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রাক্তন তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *