Video: সঞ্জুর মারা বলে আহত আম্পায়ার, যন্ত্রণায় শুয়ে পড়লেন মাঠের মধ্যেই !! 1

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Match) বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ নাগপুরে কুয়াশার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আজ সিরিজের শেষ ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দল মাঠে নেমেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে প্রোটিয়াদের বিপক্ষে চলতি সিরিজে দুরন্ত ফর্মে আছে গৌতম গম্ভীরের দল। তবে চোট সমস্যা দলকে কিছুটা চিন্তার মধ্যে রেখেছে। অক্ষর প্যাটেল (Axar Patel) এবং শুভমান গিল (Shubman Gill) চোট পাওয়ায় পর একাদশ থেকে জায়গা হারিয়েছেন। অন্যদিকে আজ ম্যাচ চলাকালীন পায়ে গুরুতর চোট পেলেন ম্যাচ আম্পায়ার। যন্ত্রণায় মাঠের মধ্যেই বসে পড়েন তিনি।

Read More: ‘মেসি’কান্ডের নেপথ্যে চিটিংবাজি সৌরভের, অভিযোগ উঠতেই ৫০ কোটির মানহানির মামলা !!

চোট পেলেন আম্পায়ার-

Video: সঞ্জুর মারা বলে আহত আম্পায়ার, যন্ত্রণায় শুয়ে পড়লেন মাঠের মধ্যেই !! 2
IND vs SA | Image: Twitter

আজ আহমেদাবাদে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এইডেন মার্করাম (Aiden Markram)। ভারতীয় একাদশে সুযোগ পেয়ে আজ অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম থেকেই দুজনে বিধ্বংসী ব্যাটিং করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাদের মারা একের পর এক চার-ছক্কায় চাপের মুখে পড়ে যায় প্রোটিয়ারা। অভিষেক ২১ বলে ৩৪ রানে আউট হয়ে গেলে তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সঞ্জু।

এইরকম পরিস্থিতিতে নবম তম ওভারে ঘটে এক দুর্ঘটনা। এই ওভারে ডোনোভান ফেরেইরার (Donovan Ferreira) করা চতুর্থ বলে সঞ্জু স্যামসনের মারা বল দ্রুতগতিতে গিয়ে আম্পায়ার রোহান পন্ডিতের (Rohan Pandit) পায়ে লাগে। তিনি মাঠের মধ্যে শুয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে ফিজিওরা মাঠের মধ্যে ছুটে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভিডিওটি-

ভারতের দুরন্ত ব্যাটিং-

Video: সঞ্জুর মারা বলে আহত আম্পায়ার, যন্ত্রণায় শুয়ে পড়লেন মাঠের মধ্যেই !! 3
IND vs SA | Image: Getty Images

আজ ভারতের ওপেনিং জুটি ৩৪ বলে ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। তবে আজ‌ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি ৭ বলে মাত্র ৫ রান করে মাঠ ছাড়েন। এইরকম সময় তিলক বর্মা (Tilak Varma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এসে হাল ধরেন। তাদের দুরন্ত ব্যাটিং’এ ভর করে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে যায়। দুজনের ব্যাট থেকেই দুরন্ত অর্ধশতরান আসে। হার্দিক আবারও পুরনো ছন্দে ধরা দেন।

তার ব্যাটিং স্ট্রাইক রেট ২৬০’এর ওপর পৌঁছে গিয়েছিল। ম্যাচ এই তারকা অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২৫ বলে ৬৩ রান। তিনি ৫ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকান। অন্যদিকে তিলক বর্মা হাঁকান ৪২ বলে ৭৩ রান। তিনি ১০ টি চার এবং ১ টি ছয় মারেন। এর ফলে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিপক্ষে ভারতীয় দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করেছে।

Read Also: “৫০০ কোটি দেবে মুম্বাই ইন্ডিয়ান্স..”, চর্চায় বাবর আজমের IPL’এর সবচেয়ে দামি তারকা হ‌ওয়ার দাবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *