৪,৪,৪,৬,৬,৬,৬... এশিয়া কাপের আগে দুরন্ত ফর্মে সঞ্জু স্যামসন, হাঁকালেন ৪২ বলে সেঞ্চুরি !! 1

এশিয়া কাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই আলোচনায় উঠে আসছেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা প্রবল হলেও তাঁর ধারাবাহিকতায় উপর উঠছে প্রশ্ন। তবে, সব জল্পনা কল্পনাকে দূরে সরিয়েএ রেখে এবার ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে আসছেন সঞ্জু। সাম্প্রতিক সময়ে কেরালা ক্রিকেট লিগে (KCL) দুরন্ত এক সেঞ্চুরি করে ফের শিরোনামে আসেন তিনি।

দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Twitter

কোল্লাম সেইলর্সের বিপক্ষে কোচি ব্লু টাইগার্সের হয়ে ওপেনিং করতে নেমে মাত্র ৪২ বলে শতরান সম্পুর্ন করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ব্যাট হাতে, ১৪টি চার ও ৭টি ছক্কা হাঁকান স্যামসন, ৫১ বলে খেলেন ১২১ রানের ঝকঝকে ইনিংস। পাশাপশি, এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.২৫। আইপিএলের মঞ্চে সেভাবে সফলতা আসেনি সঞ্জুর ব্যাট থেকে। পুরো সিজিন জুড়ে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল। পাশাপশি, চোটের কারণে সেভাবে সেরাটা দিতে ব্যার্থ ছিলেন তিনি। এশিয়া কাপের আগে সঞ্জুর এই ধরণের প্রদর্শন তাকে আসন্ন এশিয়া কাপে সুযোগ পাওয়ার একটি বড় সুবিধা করে দিলো।

Read More: শুধু পূজারা নন, টেস্ট থেকে অবসর ঘোষণা রাহানের‌ও রাখলেন বন্ধুত্বের মান !!

নির্বাচকরা তাঁকে এশিয়া কাপে রেখেছেন ঠিকই, কিন্তু ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। হঠাৎ করে শুভমান গিল (Shubman Gill) দলে ফিরে আসায় সঞ্জুর খেলা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। মুখ্য নির্বাচক অজিত আগারকারের দাবি শুভমান গিল যখন টি-টোয়েন্টি ফরম্যাটে উপলব্ধ ছিলেন না তাঁর বদলেই সঞ্জু স্যামসনকে ওপেনিং করতে দেখা গিয়েছিল। অর্থাৎ, গিলের দলে প্রত্যাবর্তনের পর সঞ্জুর জায়গা সুরক্ষিত নয় বলেই মনে করছেন অনেকে। অজিতের এই বয়ানের পর সঞ্জুর এশিয়া কাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও, এশিয়া কাপের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সঞ্জু।

এশিয়া কাপে সঞ্জুর খেলা নিয়ে রয়েছে সংশয়

Sanju Samson, ind vs pak, t20 world cup 2024
Sanju Samson | Image: Getty Images

সঞ্জু স্যামসনের এই খেলা এই ইনিংসটি এবছর হাঁকানো তাঁর প্রথম শতরান। এর আগে, ২০২৪ সালে তিনি ৫ ম্যাচের মধ্যেই ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে ওপেনিংয়ে নিজের জায়গা পাকা করেছিলেন। তবে, শেষ ইংল্যান্ড সিরিজে সঞ্জুকে শর্ট বলে বেশ সমস্যায় পড়তে হয়েছে যে কারণে তাঁর এই জায়গা নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে। এদিকে, ব্যাক আপ উইকেট কিপার হিসাবে ইনফর্ম জিতেশ শর্মাকে বাছাই করে নিয়েছে বিসিসিআই।

Read Also: Sanju Samson: সঞ্জু স্যামসন’কে পেতে মরিয়া নাইট রাইডার্স, রাজস্থান’কে বিপুল অর্থের প্রস্তাব শাহরুখদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *