৬,৬,৬,৬,৬,৪,৪,৪ বিজয় হাজারেতে ইতিহাস গড়লেন সঞ্জু স্যামসন, গোয়ার বিরুদ্ধে হাঁকালেন ডবল হান্ড্রেড !! 1

ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) আবার একবার খবরও শিরোনামে উঠে এসেছেন। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে দুইটি শতরান হাঁকিয়েছিলেন তিনি। পাশাপাশি সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। এই সিরিজে ভারতীয় দলের হয়ে বড় অবদান রাখতে হবে সঞ্জু স্যামসনকে। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত নিজের জায়গা করে ফেলেছেন সঞ্জু। তবে বর্তমানে চলতে থাকা বিজয় হাজারে ট্রফি নিয়ে সমাজ মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন সঞ্জু। বিগত কয়েকদিন ধরে বিজয় হাজারে দুর্দান্ত প্রদর্শন করে আসছেন খেলোয়াড়রা। এবার সঞ্জুর নামও উঠে এসেছে শিরোনামে। বিজয় হাজারে ট্রফিতে ডবল সেঞ্চুরি হাকিয়ে বিশ্ব ক্রিকেটকে আবার নিজের প্রতিভার প্রমান দিয়েছেন সঞ্জু।

গোয়ার বিরুদ্ধে দ্বিশতরান হাঁকালেন সঞ্জু

Sanju Samson,
Sanju Samson | Image: Twitter

৫০ ওভারের ক্রিকেটে ২১২ রানের একটি দুর্দান্ত ইনিংস খালের সঞ্জু। ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে কেরালার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন সঞ্জু তিন নম্বরে ব্যাটিং করতে এসে ডবল সেঞ্চুরি হাকিয়েছিলেন। ১২৯ বলে ২১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সঞ্জু। মোট ২১ টি চার এবং ১০ টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। এটি তার লিস্ট এ ক্যারিয়ারের সেরা ইনিংস।

Raed More: বড় সমস্যায় ফাঁসলেন এই ভারতীয় ক্রিকেটার, আর্থিক তছরূপে হচ্ছে জেল !!

সঞ্জু স্যামসনকে বর্তমানে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে একটানা খেলতে দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি দুটি শতরান হাঁকিয়েছেন এবং ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একটি শতরান অর্থাৎ শেষ ৫ ম্যাচে মোট ৩টি শতরান হাঁকিয়েছেন তিনি। স্যামসনের দুর্দান্ত পারফরম্যান্স দেখে, তাকে এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সুযোগ দেওয়া যেতে পারে।

সঞ্জু স্যামসনের ক্যারিয়ার

Sanju Samson, ind vs ban, gambhir
Sanju Samson | Image: Getty Images

সঞ্জু স্যামসনের (Sanju Samson) আন্তর্জাতিক কেরিয়ারের কথা বলতে গেলে, ১৬টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার নামে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি সহ এখনও পর্যন্ত ১৪ ওডিআই ইনিংসে ৫১০ রান বানিয়েছেন। পাশাপশি, স্যামসন ৩৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩ সেঞ্চুরি এবং ২ হাফ সেঞ্চুরির সাহায্যে ৮১০ রান করেছেন।

Read Also: Sanju Samson: ৬, ৬, ৬, ৬, ৬…রিশাদকে নিয়ে ছেলেখেলা সঞ্জু স্যামসনের, এক ওভারেই হাঁকালেন পাঁচ ছক্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *