ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে রাজস্থান রয়্যালস (RR) দলের প্রদর্শন বিগত কয়েক মৌসুমে খুব একটা ভালো কাটছে না। এমনকি, ২০২৫ মৌসুমে রাজস্থান রয়্যালস তাদের প্রধান কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সুযোগ দিয়েছিল। তবে, ভারতীয় দলের প্রাক্তন কোচ দ্রাবিড় এবারের আইপিএলে তাঁর দলকে প্লে অফের জন্য কোয়ালফায় করাতে পারেননি। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আবার তাঁর প্রিয় ছাত্র সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দেখতে পাওয়া গিয়েছিল। এবারের আইপিএলে সঞ্জু স্যামসন অবশ্য খুব একটা ভালো ছন্দ দেখাতে পারেননি। বিশেষ করে চোটের কারণেই বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি সঞ্জু। দলের ক্যাপ্টেন ছিলেন তিনি তবে, তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামতে না পারার জন্য রিয়ান পরাগকে (Riyan Parag) দলের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। যে কারণে বেশ কিছু সূত্র দাবি জানিয়েছিল সঞ্জু স্যামসনকে হয়তো রাজস্থানের হয়ে খেলতে দেখতে পাওয়া যাবে না।
সঞ্জু স্যামসনের চেন্নাইতে যোগ দেওয়ার জল্পনা ছিল

সূত্রের দাবি, বিগত কয়েক মাস ধরে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রাজস্থান রয়্যালস দলের সঞ্জু স্যামসনকে নিয়ে ট্রেডের কথা চলছিল। এমএস ধোনির (MS Dhoni) যোগ্য উত্তরাধিকার হিসাবে সঞ্জু স্যামসনকে বেছে নিতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি। এমএস ধোনি বহু দিন ধরেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত। তিনি সুপার সিংস দলের হয়ে ভবিষ্যতে আর কতদিন খেলবেন তা নিয়ে রয়েছে সংশয়। ধোনির জায়গাটা নিতে পারেন রাজস্থানের সঞ্জু স্যামসন। আসলে রাজস্থান রয়্যালসের ড্রেসিং রুমে ক্যাপ্টেনসি নিয়ে বেশ বিবাদ শুরু হয়েছিল। এক পক্ষ সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন হিসাবে চাইছিলেন না বলেই এক সূত্র দাবি জানিয়েছিল। সঞ্জু স্যামসন এবারের আইপিএলে ৯টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ৩৫.৬৩ গড়ে এবং ১৪০.৩৯ স্ট্রাইক রেটে ২৮৫ রান বানাতে সক্ষম হয়েছিলেন। তবে, ক্যাপ্টেন্সির বিচারে সেভাবে তাঁর সেরাটা প্রকাশ্যে আসেনি এবার।
Read More: এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার জন্য সুখবর, চোট সারিয়ে ফিরছেন অধিনায়ক !!
রাজস্থান ছাড়ছেন না সঞ্জু

সঞ্জু রাজস্থানের দ্বিতীয় ক্যাপ্টেন যিনি দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। ২০২২ এর আইপিএলে গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল রাজস্থান রয়্যালস। ক্যাপ্টেন হিসাবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সফল হলেন তিনি। এমনকি, ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে ও কোচদের সঙ্গে সঞ্জু স্যামসনের বেশ ভালো সম্পর্ক। যে কারণে সঞ্জু আর রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন না। সূত্রের দাবি, সঞ্জুকে মোটা টাকার দাবি জানিয়েছিল চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি, তবে তিনি তা নাকচ করে দিয়েছেন এবং রাজস্থানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।