রাজস্থান রয়্যালস শিবিরে নড়েচড়ে বসেছে বড়সড় খবর। আইপিএল ২০২৬-এর আগে দল পরিবর্তনের (New team) হাওয়া বইছে জোরকদমে। সূত্রের খবর, দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) এবার রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্ক গত মরসুমে কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে, আর সেই কারণেই আগামী মরসুমে (new IPL season) নতুন নেতৃত্বে দেখা যেতে পারে রাজস্থানকে। রাজস্থান শিবির থেকে প্রধান কোচ রাহুল দ্রাবিড় ইস্তফা (step down) দিয়েছেন। প্রধান কোচের পর এবার ক্যাপ্টেনের ইস্তফা দেওয়ার পালা। সঞ্জু ইস্তফা দিলে দলের তরুণ খেলোয়াড়দের দায়িত্ব তুলে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ক্যাপ্টেন্সি হারাবেন স্যামসন

গত মৌসুমে চোটের কারনে সব ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি সঞ্জু। তাঁর জায়গায় রিয়ান পরাগকে (Riyan Parag) বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিতে দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের দাবি, রাজস্থানের থিঙ্ক ট্যাঙ্ক (think tank) ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। সঞ্জু স্যামসনকে আগামী মরসুমে ধরে রাখার ব্যাপারে দ্বিধায় রয়েছে দল। গত কয়েক মরসুমে স্যামসনের ব্যাটে মাঝেমধ্যে ঝলক দেখা গেলেও ধারাবাহিকতা ছিল না। উপরন্তু নেতৃত্বের ক্ষেত্রেও বারবার প্রশ্ন উঠেছে তাঁর কৌশলগত সিদ্ধান্ত (captaincy issue) নিয়ে। বিশেষ করে ২০২৫ আইপিএল মরসুমে চোট এবং নেতৃত্বের গলদ দেখা গিয়েছিল। তাঁর উপর আর ভরসা দেখাতে চায় না রাজস্থান টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, তরুণ যশস্বী জয়সওয়াল-এর (Yashasvi Jaiswal) ওপর আস্থা রাখছে রাজস্থান কর্তৃপক্ষ।
Read More: ৬,৬,৬,৬,৬.. পাকিস্তানি তারকার ব্যাটিং’এ ধ্বংস বোলিং আক্রমণ, ৩৯৪ রানের অবিশ্বাস্য ইনিংসে নতুন রেকর্ড !!
জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়ার পাশাপাশি আইপিএলে তাঁর আগ্রাসী ব্যাটিং রাজস্থানের জন্য অনেক ম্যাচ জিতিয়েছেন। বর্তমানে যশস্বী ভারতের টেস্ট ফরম্যাটে একজন নিয়মিত মুখ। এমনকি ফর্ম বজায় রেখেছেন তিনি। যশস্বী একজন তরুণ খেলোয়াড় এবং ভবিষ্যতে তিনিই দলের মুখ হয়ে উঠবেন। অন্যদিকে ক্রিকেট মহলে গুঞ্জন, স্যামসনকে নাকি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিও নজরে রেখেছে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বড় অদলবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নতুন ক্যাপ্টেন পেল রাজস্থান

সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছেড়ে দেওয়ার পিছনে অন্যতম কারণ হতে পারে এই ক্যাপ্টেন্সি না পাওয়াটা। সঞ্জু স্যামসন ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০২২ সালের আইপিএলে ফাইনালে পৌঁছেছিলো এবং ২০২৪’এর আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছেছিল। তবুও, শিরোপা জয় করতে সক্ষম হয়নি সঞ্জু ব্রিগেড। গত, কয়েক মৌসুমে সঞ্জুর তুলনায় জয়সওয়াল বেশ ভালো ছন্দ দেখিয়েছেন। পাশাপাশি, রাজস্থান টিম ম্যানেজমেন্ট সবসময় তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে এসেছে। যে কারণে আসন্ন আইপিএলে জয়সওয়ালকে ক্যাপ্টেন হিসাবে দেখতে পাওয়া যাবে।