আইপিএলের (IPL) নতুন মরসুমের আগে বড়সড় জল্পনা তৈরি হয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। বিভিন্ন সূত্রে খবর, আগামী মরসুমে দলটির নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনের হাতে। যদিও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের তরফে এখনো কোনো সরকারি ঘোষণা আসেনি, তবে অন্তরালের খবর বলছে, দিল্লি ইতিমধ্যেই সঞ্জুর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। সঞ্জু স্যামসন এতদিন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে রাজস্থান কয়েকটি মৌসুমে চমৎকার পারফরম্যান্স দেখালেও ধারাবাহিকতার অভাবে ফাইনাল জয়ের মুখ দেখা হয়নি।
রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন

তবুও, স্যামসনের ব্যাটিং এবং নেতৃত্বগুণে মুগ্ধ একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট মনে করছে, অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় সঞ্জু দলকে নতুন দিশা দিতে পারেন। সূত্রের খবর, গত মরসুমে দিল্লির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় ম্যানেজমেন্ট নেতৃত্ব পরিবর্তনের কথা ভাবছিল। ঋষভ পন্থ (Rishabh Pant) দীর্ঘ ইনজুরির পর দলের নেতৃত্বভার সামলেছিলেন আক্ষর প্যাটেল, কিন্তু তাঁর অধীনে দল বিশেষ সাফল্য পায়নি। তাই ২০২৬ সালের আগে সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ ভারতীয় ব্যাটারকে ক্যাপ্টেন করার চিন্তা চলছে। কিছু ক্রিকেট বিশেষজ্ঞের মতে, দিল্লি যদি সত্যিই সঞ্জুকে অধিনায়ক করে, তাহলে দলটি ব্যাটিং অর্ডারে স্থিরতা এবং ড্রেসিংরুমে নেতৃত্বের দৃঢ়তা দুটোই পাবে।
দিল্লিতে ফিরছেন স্যামসন

অন্যদিকে, রাজস্থান ফ্র্যাঞ্চাইজিও নাকি এই খবর শুনে নড়েচড়ে বসেছে। তাদের পক্ষ থেকেও সঞ্জুকে ধরে রাখার চেষ্টা চলছে। তবে স্যামসনের কাছের মহল থেকে শোনা যাচ্ছে, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং দিল্লির মতো বড় বাজারের দলের নেতৃত্ব পাওয়া তাঁর জন্য ক্যারিয়ারের এক নতুন অধ্যায় হতে পারে। সবমিলিয়ে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবুও ক্রিকেট মহলে গুঞ্জন, আইপিএল ২০২৬ মরসুমের আগে এই ঘোষণা আসতে পারে।
যদি সত্যিই এই পরিবর্তন ঘটে, তাহলে তা শুধু দিল্লির জন্য নয়, গোটা টুর্নামেন্টের দিকেই এক নতুন উত্তেজনা নিয়ে আসবে। সঞ্জু ২০১৬ ও ২০১৭ সালে যখন দুই বছরের জন্য ব্যান ছিল রাজস্থান রয়্যালস তখন দিল্লি ডেয়ারডেভিলস (দিল্লি ক্যাপিটালস) দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দুই মৌসুমে ২৮ ম্যাচে ২৭.০৮ গড়ে এবং ১২৭.২৫ স্ট্রাইক রেটে ৬৭৭ রান বানিয়েছিলেন এবং ফ্র্যাঞ্চাইজির হয়ে ১টি শতরান ও ৩টি অর্ধশতরান বানান সঞ্জু।