IPL 2025: লখন‌‌উয়ের বিরুদ্ধে দল থেকে বাদ সঞ্জু স্যামসন, জুনিয়র 'বিরাট' করবেন অধিনায়কত্ব !! 1
Cricket - Indian Premier League - IPL - Rajasthan Royals v Kolkata Knight Riders - Assam Cricket Association Stadium, Guwahati, India - March 26, 2025 Rajasthan Royals' Riyan Parag and Sanju Samson REUTERS/Stringer

IPL 2025: আজ আইপিএলে রাজস্থান রয়্যালস গুরুত্বপূর্ণ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (Rajasthan Royals vs Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় রাজস্থান। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে জেতা ম্যাচ হাত ছাড়া করে সমালোচনার মুখে পড়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ফলে রাজস্থান ক্রিকেটারদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই এবার লখন‌উয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসন দায়িত্ব পালন করবেন না বলে জানা যাচ্ছে।

Read More: IPL 2025: KKR’এর জন্য বিরাট আত্বত্যাগ অজিঙ্কা রাহানের, নিজের জায়গা একাদশে এন্ট্রি দিচ্ছেন এই তারকাকে !!

অধিনায়কত্ব থেকে বাদ সঞ্জু-

IPL 2025: লখন‌‌উয়ের বিরুদ্ধে দল থেকে বাদ সঞ্জু স্যামসন, জুনিয়র 'বিরাট' করবেন অধিনায়কত্ব !! 2
Sanju Samson | Image: Getty Images

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস (RR) দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে দুরন্ত লড়াই চালিয়ে ম্যাচটি সুপার ওভারে নিয়ে গিয়েছিল। কিন্তু সুপার ওভারে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল হারের সম্মুখীন হয়ে সমর্থকদের হতাশ করে। অন্যদিকে এই ম্যাচে ব্যাটিং করার সময় ভিপরাজ নিগমের (Vipraj Nigam) করা বল রাজস্থান অধিনায়কের পাঁজরে গিয়ে লাগে। ফলে সঞ্জু স্যামসন (Sanju Samson) ৩১ রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। চোট গুরুতর হওয়ার কারণে সূত্র অনুযায়ী তিনি আজ লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে অধিনায়কত্ব করবেন না। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন, “সঞ্জু স্যামসনের তলপেটে হালকা ব্যথা থাকায় স্ক্যান করা হয়েছে। আমরা এখন রিপোর্টের অপেক্ষায় আছি। আমারা সবকিছু ভালো করে দেখেশুনে তবে সিদ্ধান্ত নেবো।‌”

অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন রিয়ান-

IPL 2025: লখন‌‌উয়ের বিরুদ্ধে দল থেকে বাদ সঞ্জু স্যামসন, জুনিয়র 'বিরাট' করবেন অধিনায়কত্ব !! 3
Riyan Parag | Image: Getty Images

আজকে ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) অংশগ্রহণ করলেও সূত্র অনুযায়ী তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। ফলে রাজস্থান রয়্যালসকে (RR) রিয়ান পরাগ (Riyan Parag) নেতৃত্ব দেবেন। এই বছর আইপিএলের প্রথম তিন ম্যাচে রাজস্থানের হয়ে সঞ্জু স্যামসনের আঙ্গুলে চোট থাকায় তিনি অধিনায়কত্ব করতে পারেননি। তার পরিবর্তে রিয়ান পরাগ (Riyan Parag) দলের দায়িত্ব সামলে ছিলেন। প্রথম দুই ম্যাচে দল হারের সম্মুখীন হলেও এই তরুণ তারকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থানকে জয় এনে দেন। এখনও পর্যন্ত এই দলটি আইপিএলে ৭ ম্যাচের মধ্যে ২ টি ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হয়েছে। ফলে আজ জয়পুরের মাটিতে লখন‌উয়ের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে চাইবে রাজস্থান।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরান হেটমায়ার, নীতিশ রানা, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে,

ইম্প্যাক্ট প্লেয়ার- কুমার কার্তিকেয়/সঞ্জু স্যামসন

Read Also: পারফর্মেন্স নয় অন্দরমহলের খবর ফাঁসের জন্য ছাঁটাই অভিষেক নায়ার, বড় খোলাশা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *