আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্টে ক্রিকেটারদের দল পরিবর্তন করা একটি স্বাভাবিক ঘটনা। এই বছর মেগা নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে ক্রিকেটারদের ব্যাপক বদল লক্ষ্য করা গেছে। তবে এমন কিছু ক্রিকেটার আছেন যারা এই টুর্নামেন্টের উদ্বোধনী মরশুম থেকেই একই দলের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বিরাট কোহলি (Virat Kohli) তাদের মধ্যে অন্যতম একটি নাম। এই বছর প্রথমবারের মতো তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ট্রফি জয় করেছেন। অন্যদিকে আগামী বছরের আইপিএলের জন্য এখন থেকেই দল গোছানোর কাজে কাজে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
রাজস্থান ছাড়ছেন সঞ্জু-

এই বছর আইপিএল শুরু হওয়ার আগেই চোট সমস্যা মধ্যে ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি টুর্নামেন্ট চলাকালীন আবার পাঁজরে চোট পেয়েছিলেন। ফলে এই বছর আইপিএলে মাত্র ৯ ম্যাচে অংশগ্রহণ করেন এই তারকা ব্যাটসম্যান। তার অনুপস্থিতিতে রিয়ান পরাগকে (Riyan Parag) অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। এছাড়াও ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ওপেনিং করতে দেখা যায়। এর ফলে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) এক সময় ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে পর্যন্ত ব্যাট করতে হয়।
এই বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এছাড়াও দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়। ফলে সঞ্জু স্যামসন (Sanju Samson) ২০২৬ আইপিএলের আগে রাজস্থান (RR) ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হয়। কিন্তু রাজস্থানের কর্মকর্তারা এখনই এই তারকা ব্যাটসম্যানকে ছাড়তে রাজি নন। কিন্তু এবার ঘনিষ্ঠ মহলে সঞ্জু স্যামসন (Sanju Samson) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আর এই ফ্রাঞ্চাইজির সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবেন না।
কলকাতায় ফিরছেন সঞ্জু-

২০১২ সালে আইপিএল (IPL) খেলার সুযোগ পান সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি প্রথম বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর ২০১৩ সাল থেকে টানা তিন মরসুম রাজস্থান রয়্যালসের (RR) হয়ে খেলেন। এই তারকা ব্যাটসম্যানকে ২০১৮ সালে আবারও দলে নিয়ে আসেন রাজস্থান কর্মকর্তারা। ২০২১ সালে তার ওপর দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ আইপিএলে (IPL) তিনি এই ফ্রাঞ্চাইজিকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন।
ফলে এইরকম তারকাকে ২০২৬ আইপিএলের (IPL) জন্য দলে পেতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু করেছে। ট্রেড অথবা মিনি নিলামের মাধ্যমে দিয়ে সঞ্জুকে দলে নিতে আগ্রহী নাইট কর্মকর্তারা। এই বছর আইপিএলে গতবারের চ্যাম্পিয়নরা আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ লিগ পর্বের ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে পৌঁছাতে পারেনি। এছাড়াও দলে বিকল্প উইকেটকিপার এবং ওপেনারের অভাব রয়েছে। ফলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাইট বাহিনীতে যোগ দিলে এই সমস্যাগুলির সমাধান হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।