KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !! 1

এই বছর আইপিএলে (IPL 2025) একাধিক তরুণ ভারতীয়কে ফ্রাঞ্চাইজি দলগুলির নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গেছে। রজত পাটিদার (Rajat Patidar) প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেতৃত্বের দায়িত্ব পেয়ে এই দলকে ট্রফি এনে দিয়েছেন। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad), শুভমান গিল (Shubman Gill), অক্ষর প্যাটেলের (Axar Patel) মতো তরুণ ক্রিকেটার নেতৃত্বের দক্ষতা দিয়েও নজর কেড়েছিলেন‌। এই বছর আইপিএলে (IPL 2025) অন্যতম তারকা ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের মধ্যে থাকায় রিয়ান পরাগকে বেশ কিছু ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। অন্যদিকে টুর্নামেন্টের পর সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস ছাড়ার জল্পনা তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (CSK) বা চেন্নাই সুপার কিংস (CSK) নয় এই দলে যেতে পারেন তিনি।

Read More: TOP 5: ক্রিকেটের বাইশ গজে সৌরভ গাঙ্গুলী’র দাদাগিরি, ফিরে দেখা মহারাজের সেরা পাঁচ ইনিংস !!

পুরোনো দলে ফিরতে পারেন সঞ্জু-

KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !! 2
Sanju Samson and Axar Patel | Images: Getty Images

সঞ্জু স্যামসন (Sanju Samson) ২০২১ সালে রাজস্থান রয়েলসের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। তারপর থেকে তিনি দলকে একের পর এক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। ২০২২ আইপিএলে (IPL) এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে রাজস্থান আইপিএলের ফাইনালে পৌঁছেছিল। এই বছর টুর্নামেন্টের মেগা নিলামের আগে রাজস্থানের কর্মকর্তারা ১৮ কোটি টাকার বিনিময়ে ধরে রাখেছিল সঞ্জুকে (Sanju Samson)। তবে এই বছর আইপিএলের (IPL 2025) শেষে তিনি এই দল ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন।

তিনি সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই বিষয়ে জল্পনা আরও উস্কে দেন। সঞ্জু স্যামসন (Sanju Samson) পোস্টে লেখেন, “সরে যাওয়ার সময় এসে গেছে।” তিনি ২০২৬ আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসে (CSK) যেতে চাইছেন বলে খবর সামনে এসেছিল। সূত্র অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স‌ও (KKR) সঞ্জুকে দলে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এই তারকা ব্যাটসম্যানের প্রতি আগ্রহ প্রকাশ করছে বলে খবর সামনে এসেছে। উল্লেখ্য ২০১৬-২০১৭ সালে সঞ্জু (Sanju Samson) দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

রাজস্থান রয়্যালসের নতুন অধ্যায়-

KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !! 3
Yashsavi Jaiswal | Images: Getty Images

এই বছর রাজস্থান রয়্যালসের (RR) হয়ে রিয়ান পরাগ (Riyan Parag) অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। প্রথম তিন ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পালন করছিলেন এই তারকা ব্যাটসম্যান। তার মধ্যে একটি ম্যাচে জয় পায় তারা। টুর্নামেন্টের মাঝে পাঁজরে সঞ্জু (Sanju Samson) চোট পাওয়ায় আবারও রিয়ান পরাগ (Riyan Parag) অধিনায়কত্বের দায়িত্বে এসেছিলেন। কিন্তু রাজস্থান রয়্যালস (RR) ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি।

তবে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভরসা দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি দলের ওপেনার হিসেবে ১৪ ম্যাচে ৫৫৯ রান সংগ্রহ করেন। ফলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) পর স্থায়ীভাবে যশস্বী রাজস্থান রয়্যালসের (RR) নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য চলতি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ব্যাট হাতে ভারতকে ভরসা দিচ্ছেন যশস্বী (Yashasvi Jaiswal)।

Read Also: Top 5: যে ৫ সিদ্ধান্ত নিয়ে বিসিসিআই সভাপতি হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *