স্বাভাবিকভাবেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়া কাপে (Asia Cup 2025) যাত্রা শুরু করেছে ভারত। ম্যাচে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। একাদশে সুযোগ পেয়েই স্পিনের ম্যাজিকে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। তবে ব্লু ব্রিগেডদের সামনে রয়েছে এবার বড়ো চ্যালেঞ্জ। পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে জয় তুলে নেওয়াই এখন তাদের জন্য বড়ো লক্ষ্য। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নেওয়ার পর এবার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পাক বাহিনীদের বিপক্ষে একাদশের বিষয়ে আভাস দিলেন।
Read More: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!
বাদ পড়তে চলেছেন সঞ্জু-

এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় একাদশে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে তিনি ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। ফলে সম্ভবত মিডল অর্ডারে বা ফিনিশার হিসেবে সঞ্জুকে মাঠে নামতে দেখা যেতো। কিন্তু এই তারকা ব্যাটসম্যান সাধারণত ওপেনার হিসেবেই নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
ফলে সূত্র অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে ফিনিশার হিসেবে জিতেশ শর্মার (Jitesh Sharma) মতো বিস্ফোরক ব্যাটসম্যানকে নিয়ে আসতে চাইছেন কর্মকর্তারা। অন্যদিকে ওপেনার হিসেবে অভিষেক শর্মার ওপরেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সবচেয়ে বেশি ভরসা করছেন। তিনি বুধবার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অভিষেক একজন অসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যান। পরিস্থিতি যাই হোক না কেন ব্যক্তিগত পারফর্মেন্সের থেকে দলকে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই ও বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।”
সফল ওপেনিং জুটি-

এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং শিবম দুবের (Shivam Dube) বোলিং আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করে বিপক্ষ দল। কুলদীপ ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪ টি উইকেট সংগ্রহ করেন। দুবে ২ ওভারে ৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি উইকেট। ফলে প্রথম ইনিংসে আরব আমিরাত মাত্র ৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এই রান তাড়া করতে নেমে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। ১৬ বলে ৩০ রান করে দুরন্ত ফর্মে শুরু করেন অভিষেক। গিলের সঙ্গে ২৩ বলে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এই ওপেনিং জুটি এই বছর এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে কার্যকারী ভূমিকা পালন করতে চলেছে। পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষেও এই দুই তারকা ব্যাটসম্যান দলের হয়ে দুরন্ত শুরু করবেন বলে আশা করছেন সমর্থকরাও।