বাদ ঋষভ পান্থ ফিরলেন সঞ্জু, ঘোষণা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ODI দল !! 1

সাদা বলের ক্রিকেটে বর্তমানে বিশ্বের অন্যতম সফল দল হলো ভারত। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে একদিনের দলকে প্রস্তুত করার উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে বিসিসিআই (BCCI)। এই মাসেই অস্ট্রেলিয়ার (India vs Australia Match) মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। এই সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আবার‌ও আন্তর্জাতিক মঞ্চে ফিরতে চলেছেন বলে খবর সামনে এসেছে। এর সঙ্গেই এবার একদিনের ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়ে এই ফরম্যাটেও জ্বলে উঠতে প্রস্তুত তিনি। তবে ওডিআই দল থেকে বাদ পড়লেন ঋষভ পান্থ (Rishabh Pant)।

Read More: সুদর্শনের ভুলে রান আউটের ফাঁদে, মাঠেই মেজাজ হারালেন কেএল রাহুল !!

জায়গা পাচ্ছেন সঞ্জু-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

ভারতীয় ওডিআই দল এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় করে আরও একটি শিরোপা নিজেদের দখলে করেছে। এই টুর্নামেন্টে ঋষভ পান্থ (Rishabh Pant) অতিরিক্ত উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে এই তারকা ব্যাটসম্যান চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে আসতে বেশ কিছুটা সময় লাগবে। এছাড়াও পান্থকে নিয়ে ওডিআই ফরম্যাটের জন্য আর নির্বাচকরা চিন্তাভাবনা করছেন না। তার থেকে সঞ্জু স্যামসন উপযুক্ত বিকল্প বলেই মনে করছে তারা। এই কারণে ৫০ ওভারের ক্রিকেটে সূত্র অনুযায়ী আবার‌ও জায়গা পাচ্ছেন এই তারকা ব্যাটসম্যান।

১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে তাকে ভারতীয় দলে দেখা যাবে বলে জল্পনা তৈরি হয়েছে। তিনি শেষবার ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে মাঠে নেমেছিলেন। এখনও পর্যন্ত সঞ্জু দেশের হয়ে ১৬ ম্যাচে অংশগ্রহণ করে ৫১০ রান তুলে নিয়েছেন। সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে রয়েছেন তাই একদিনের ক্রিকেটের সুযোগ পেলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি।

ফিরছেন রোহিত‌-বিরাট-

Rohit Sharma and Virat Kohli,gautam gambhir, olympics 2028
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের অন্যতম তারকা দুই ব্যাটসম্যান। তারা এই ফরম্যাটে একাধিক রেকর্ড গড়ে ইতিমধ্যেই নিজেদের উজ্জ্বল উপস্থিতি তৈরি করেছেন। দুজনেই বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। এই দুই কিংবদন্তি ব্যাটসম্যান টি-টোয়েন্টি ফরম্যাটের পর সাম্প্রতিক সময় লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তবে তারা একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

ফলে সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ফিরতে চলেছেন রোহিত ও বিরাট। হিটম্যান ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দেবেন বলেই খবর সামনে এসেছে। এই দুই তারকা ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে খেলা চালিয়ে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। হিটম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে ২৭৩ টি ওডিআই ম্যাচে সংগ্রহ করেছেন ১১,১৬৮ রান। এর সঙ্গেই ৩০২ টি একদিনের ম্যাচে ১৪,১৮১ রান তুলে নিয়ে বিরাট এই ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।

ভারতের সম্ভাব্য ওডিআই দল-

শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, হর্ষিত রানা

Read Also: আইপিএলের আগে বদলে গেল MI’র অধিনায়ক, এই বাংলাদেশী তারকা পেলেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *