IPL 2025: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে পড়লেন বাদ !! 1

IPL 2025: আজ অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের আরও এক হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচের প্রথম ইনিংসে অভিষেক পোরেলের দুরন্ত ব্যাটিংয়ে লড়াই চালায় দিল্লি। এর ফলে অক্ষর প্যাটেলের দল ১৮৯ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়‌। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। দুজনে রাজস্থানের হয়ে দুরন্ত শুরু করলেও চোটের কবলে পড়লেন সঞ্জু।

Read More: DC vs RR: অভিষেক পোরেলের দুরন্ত ব্যাটিংয়ে রাজস্থানের বিপক্ষে ১৮৯ রানের লক্ষ্যমাত্রা দিলো দিল্লি !!

গুরুতর চোট পেলেন সঞ্জু-

IPL 2025: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে পড়লেন বাদ !! 2
DC vs RR | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে রাজস্থানের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সঞ্জু স্যামসন। কিন্তু ৫.৩ ওভারে বিপরাজ নিগমের করা বলে লং-অফের দিকে বলটি ঠেলে দিতে গিয়ে পাঁজরে আঘাত পান। ফলে সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে ছুটে আসেন। তবে চোট এতটাই গুরুতর ছিল যে সঞ্জুর চোখে মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠছিল। ফলে ১৯ বলে ৩১ রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এই ঘটনায় ধারাভাষ্যকার অজয় জাদেজা উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “সঞ্জু স্যামসন সম্ভবত আগামী দুই ম্যাচে খেলতে পারবে না।”

চিন্তায় রাজস্থান শিবির-

IPL 2025: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে পড়লেন বাদ !! 3
DC vs RR | Image: Getty Images

এই বছর আইপিএলের প্রথম তিন ম্যাচে আঙুলের চোটের সঞ্জু স্যামসন (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়কত্ব সামলাতে পারেননি। তার পরিবর্তে রিয়ান পরাগ দলের দায়িত্ব সামলে ছিলেন। অন্যদিকে রাজস্থান চলতি আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। ফলে এইরকম পরিস্থিতিতে সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে রাজস্থান রয়্যালস আরও সমস্যার মধ্যে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত চলতি আইপিএলে ব্যাট হাতে সেইভাবে জ্বলে উঠতে পারেননি। ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৩ রান।

Read Also: “টুক টুক করেই শেষ করলো খেলা…” রাজস্থানের বিরুদ্ধে ১৮৮ রানে শেষ হলো দিল্লির ইনিংস, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *