sanju-samson-injured-ahead-of-asia-cup

আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এবার অভিযান শুরু করছে ১০ তারিখ। দুবাইয়ের মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ-এ’তে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এপ্রিলের পহলগাম হামলা ও মে’র অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে সম্মুখসমরে দেখা যাবে দুই পক্ষকে। ১৪ তারিখের ম্যাচ ঘিরে এখন থেকেই তাই উত্তাপ চরমে। ১৯ তারিখ তৃতীয় ম্যাচে ‘মেন ইন ব্লু’ নামবে ওমানের বিরুদ্ধে। গত ৪ তারিখ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা এশিয়া কাপ (Asia Cup 2025) খেলার জন্য উড়ে গিয়েছেন আমিরশাহীতে। ৫ তারিখ থেকে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে শুরু হয়েছে অনুশীলন। কিন্তু সেখানেই ঘটে গিয়েছে বিপত্তি। চোটের কবলে পড়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

Read More: ৪, ৬, ৪, ৬, ৪…বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন কিয়েরণ পোলার্ড, গায়ানার বাইশ গজে তাণ্ডব ক্যারিবিয়ান কিংবদন্তির !!

চোট সঞ্জু’র, বিকল্পের সন্ধানে ভারত-

Sanju Samson | Image: Twitter
Sanju Samson | Image: Twitter

ব্যাটিং অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন সঞ্জু স্যামসন। সংবাদসংস্থা রেভজস্পোর্টসের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে থ্রো ডাউন সেশন চলাকালীন কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে দেখা গিয়েছে খানিক খুঁড়িয়ে হাঁটতে। তাঁর চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও সরকারীভাবে কিছুই জানায় নি বিসিসিআই। যা উদ্বেগ বাড়িয়েছে অনুরাগীদের। গৌতম গম্ভীর কোচের হটসিটে বসার পরেই ভারতীয় টি-২০ দলে উইকেটরক্ষক হিসেবে নিয়মিত সুযোগ পেয়ে এসেছেন সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনিই ছিলেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। এশিয়া কাপেও (Asia Cup 2025) স্টাম্পের পিছনে দস্তানা হাতে তাঁকেই দেখা যাবে বলে অনুমান করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু চোট বাধা হয়ে দাঁড়ালে বাধ্য হয়েই সরতে হবে তাঁকে। স্কোয়াডে রয়েছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। সঞ্জুর বিকল্প হতে পারেন তিনি।

টি-২০তে সঞ্জু (Sanju Samson) ওপেনার হিসেবেই খেলতে পছন্দ করেন। সাম্প্রতিক সিরিজগুলিতে অভিষেক শর্মা’র সাথে ইনিংসের সূচনা করতে নেমেই সাফল্য পেয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে জোড়া শতরান করেছেন। শতক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে শুভমান গিলের প্রত্যাবর্তন ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলো ক্রিকেটবোদ্ধাদের মনে। সঞ্জু’কে ওপেনিং-এ রেখে শুভমান’কে (Shubman Gill) তিন বা চারে খেলানো হবে নাকি পাঞ্জাবের তরুণের জন্য পছন্দের পজিশন ছেড়ে মিডল অর্ডারে নেমে আসতে হবে কেরলের তারকাকে? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন অনেকেই। তবে সঞ্জু যদি আহত হয়ে ছিটকে যান সেক্ষেত্রে জটিল ধাঁধার সহজ সমাধান খুঁজে পেতেও পারেন কোচ গম্ভীর। জিতেশ যেহেতু লোয়ার অর্ডারে স্বচ্ছন্দ সেহেউ বিনা দ্বিধায় শুভমানকে দিয়ে ওপেন করাতে পারেন তিনি।

আহত সঞ্জু, দেখুন ছবি-

ডেঙ্গি হয়েছে ধ্রুব জুরেলের-

Dhruv Jurel | Asia Cup | Image: Getty Images
Dhruv Jurel | Image: Getty Images

সঞ্জু স্যামসন যদি চোটের কারণে সম্পূর্ণ এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে ছিটকে যান তাহলে তাঁর বদলি হিসেবে দুবাই উড়ে যাওয়ার কথা স্ট্যান্ড-বাই তালিকায় থাকা ধ্রুব জুরেলের (Dhruv Jurel)। কিন্তু উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার তা পারবেন কিনা তা স্পষ্ট নয়। ডেঙ্গিতে ভুগছেন তিনি। তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গত ৪ঠা সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জোনের হয়ে ওয়েস্ট জোনের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিলো ধ্রুবের। অসুস্থতার জন্যই তিনি পারেন নি তা। তাঁর বদলি হিসেবে তড়িঘড়ি স্কোয়াডে জুড়ে দেওয়া হয় অক্ষয় ওয়াদকাড়কে। বিদর্ভ ও সেন্ট্রাল জোনের কোচ কোচ উসমান ঘানি বলেছেন, “ধ্রুব জুড়েলের ডেঙ্গি হওয়ায় ও আসন্ন ম্যাচটি খেলতে পারছে না তাই ওয়াদকার’কে নেওয়া হয়েছে কারণ আমাদের আরও একজন স্টাম্পারের প্রয়োজন ছিলো।”

Also Read: পাকিস্তানের ক্রিকেট মাঠে ফাটলো বোমা, জঙ্গী হানায় মৃত এক, আহত অনেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *