চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হচ্ছে না টিম ইন্ডিয়ার, চোটের কারণে দল থেকে আউট 'X-ফ্যাক্টর' !! 1

Champions Trophy 2025: ভারতীয় ক্রিকেট দলের জন্য খারাপ সংবাদ। গত দিন ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন। তার চোট এতটাই গুরুতর যে এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে। প্রথম বল থেকেই ছক্কা মারার ক্ষমতা রাখেন এই তারকা খেলোয়াড় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেছিলেন ব্যাটসম্যান। আসলে, এই তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যানটি হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ব্যাটিং করতে গিয়ে তার তর্জনী ফ্র্যাকচার হয়েছে, যার কারণে তিনি এক মাসেরও বেশি সময় ধরে ক্রিকেট থেকে দূরে থাকবেন। সেই কারণেই, তিনি আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।

গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন

Sanju Samson, ind vs ban
Sanju Samson | Image: Twitter

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে চোট পেয়ে বেশ কিছু দিনের জন্য ছিটকে গেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তার চোট এতটাই গুরুতর যে তিনি এক মাসের বেশি সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন। জানা গিয়েছে প্রায় ৫-৬ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন সঞ্জু। এমনকি চোটের কারণের জন্যই আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালেও কেরালার হয়েও খেলতে দেখা যাবে না সঞ্জুকে।

Read More: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ জসপ্রীত বুমরাহ, গম্ভীরের ‘তুরুপের তাস’ নেবেন এন্ট্রি !!

প্রসঙ্গত, ব্যাটিং করার সময় জোফরা আর্চারের (Jofra Archer) বলে চোট পেয়েছিলেন সঞ্জু। তার তর্জনীতে লেগেছিল বল। সেই চোটের কারণেই বেকায়দায় পড়তে হয়েছিল তাকে। জানা গিয়েছে, পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর তিরুঅনন্তপুরমে ফিরে গিয়েছেন তিনি। তাছাড়া, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করার পরেই আবার জাতীয় দলে ফিরতে পারবেন সঞ্জু স্যামসন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে NCA-র (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) অনুমতি লাগবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হবেন না সঞ্জু

Sanju samson, bcci
Sanju Samson | Image: Getty Images

সঞ্জুর চোট নিয়ে বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “সঞ্জুর ডান হাতের তর্জনীতে চিড় ধরেছে। তাকে ফিরতে গেলে কম করে পাঁচ-ছয় সপ্তাহ সময় লাগবে। তার রঞ্জি ট্রফিতে নামার কোনো সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিংবা আইপিএলের আগে সে সুস্থ হয়ে ফিরতে পারে।” এমনকি, ৮-১২ ফেব্রুয়ারি পুণের MCA-তে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেরালাকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে, সেই ম্যাচেও খেলা হবে না সঞ্জুকে (Sanju Samson)।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভাল ফর্মে ছিলেন না সঞ্জু স্যামসন। পাঁচটি ম্যাচ মিলিয়ে মাত্র ৫১ রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। পাশাপশি, ওডিআই ফরম্যাটে এক দিনের দলেও সুযোগ পাননি তিনি। এর আগে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফর্ম দেখিয়েছিলেন সঞ্জু। গত দুই সিরিজে তার ব্যাট থেকে তিনটি শতরানও লক্ষ করা গিয়েছিল। তবে সঞ্জুর এই চোট তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে বাইরে করে দিলো।

Read Also: Champions Trophy 2025: “ওদের হারানো কঠিন…” চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন রিকি পন্টিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *