গত শনিবার ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সাংবাদিক বৈঠক করে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ও চলমান ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ওডিআই ফরম্যাটের জন্য স্কোয়াড প্রকাশ করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা হলেও ওডিআই দল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যানকে ছাড়াই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন সঞ্জু। তবে বছর ঘুরতেই দল থেকে বাদ পড়লেন তিনি।
এবার টুইটার কিংবা এক্স হ্যান্ডেলে সঞ্জু স্যামসনের হয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর লিখেছেন, “সঞ্জু স্যামসন ও কেরালা ক্রিকেট সংস্থার যুযুধান চলছেই। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফির মাঝামাঝি সময়ে টিমের অনুশীলন ক্যাম্পে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছিলেন সঞ্জু, কিন্তু কেন তাকে বিজয় হাজারের দলে সুযোগ দেওয়া হলো না তা বোধগম্য নয়। এখন জাতীয় দল থেকেই বাদ দেওয়া হল সঞ্জুকে।”
Read More: রঞ্জি ট্রফিতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা, বল হাতে গুঁড়িয়ে দিলেন তারকাখচিত দিল্লীকে !!
কেরল ক্রিকেট এসোসিয়েশনকে একহাত নিলেন শশী থারুর
শশী থারুর আরও লেখেন, “একজন ব্যাটার যাঁর বিজয় হাজারেতে সর্বাধিক স্কোর ২১২*। ওডিআই ফরম্যাটে তার গড় ৫৬.৬৬ তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্ষ ম্যাচে শতরান হাঁকিয়েছেন তিনি। শুধুমাত্র ক্রিকেট প্রশাসন ও প্রশাসকদের অহং-এর জন্য ওর কেরিয়ার বরবাদ হতে চলেছে। স্যামসনকে বাদ দেওয়ার পরেও কোয়ার্টার ফাইনাল পর্যন্তও পৌঁছাতে পারেনি কেরালা। এটা নিয়ে কি কেরালা ক্রিকেট এসোসিয়েশন ভাববে না ?”
সঞ্জু স্যামসনের কথা বলতে গেলে, এখন স্বপ্নের ফর্মে রয়েছেন সঞ্জু। তারকা ব্যাটসম্যান দলের হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছিল। আর এই সিরিজে বেশ ভালো ব্যাটিং করেন সঞ্জু এবং শেষ ম্যাচে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওডিআই ফরম্যাটে ১৬ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৫৪০ রান, তার গড় ৫৬.৬৭। যদিও, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্পেশালিস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ।
সঞ্জুকে দমিয়ে রেখেছে KCA
অন্যদিকে সঞ্জুকে নিয়ে বড় দাবি জানালেন তার পিতা বিশ্বনাথন। তার মতে করলে নাকি নিরাপদ নন সঞ্জু, তার মতে কেরল কর্তারা চাইছেন যেন সঞ্জু কেরল ছেড়ে চলে যান। সে কারণে উঠে পড়ে লেগেছে কয়েকজন। কার্যত একঘরে করে দেওয়া হয়েছে সঞ্জুকে। কেরল ক্রিকেট এসোসিয়েশনের বিরুদ্ধে তোপ দেগে বিস্ফোরণ মন্তব্য করেছেন বিশ্বনাথন। জানা গিয়েছে, বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণে সঞ্জুর কথা ভাবেননি নির্বাচকরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি তার।
যদিও সঞ্জু কেন বিজয় হাজারে টুর্নামেন্টে খেলবেন না তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। সঞ্জু নাকি ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্ট খেলতে রাজি ছিলেন। তবে কেন তাকে দলে নির্বাচন করা হয়নি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে বিজয় হাজারে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সঞ্জুকে রাজ্য দলের অনুশীলন শিবিরে অংশ নিতে পারবেন না বলে কেরল ক্রিকেট সংস্থাকে জানিয়েছিলেন। সেকারণে তাঁকে আর দলেও রাখা হয়নি। অন্যদিকে কেরল ক্রিকেট সংস্থার কর্তা জয়েশ জর্জ সঞ্জুর বিরুদ্ধে মন্তব্য করে বলেছেন, “সঞ্জু বিজয় হাজারেতে যা করেছে সেটা ঠিক নয়, এক লাইনের বার্তা পাঠিয়ে জানিয়েছিল ও খেলতে পারবে না।” সঞ্জু বাদ পড়ার নেপথ্যে রয়েছে সঞ্জুর অবহেলা।
কেরল ক্রিকেট এসোসিয়েশনকে একহাত নিলেন সঞ্জুর পিতা
তবে বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সঞ্জুর পিতা বিশ্বনাথন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, “ছয় মাস আগে জানতে পারি সঞ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেরল ক্রিকেট সংস্থা। আমার ছেলে এই কেরলে নিরাপদ নয়। ওরা সমস্ত দোষ সঞ্জুর উপর চাপাবে। আর লোকেও সেটা বিশ্বাস করে নেয়। KCA খুবই শক্তিশালী সংস্থা, আমরা ওদের সামনে দুর্বল। নিজের জীবনের ৩০টা বছর ক্রিকেটকে দিয়েছে সঞ্জু, বদলে ওকে একঘরে করে দেওয়া হচ্ছে।” পাশাপশি, বিশ্বনাথনের আশা, এবার কেরল ছেড়ে অন্য কোনও রাজ্যে চলে যাওয়া উচিত সঞ্জুর।