এই বছর আইপিএলে (IPL 2025) ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্মেন্স করে জাতীয় নির্বাচকদের নজরে এসেছিলেন। তাদের মধ্যেই এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তারকারা। সম্প্রতিক সময় চোট সমস্যার মধ্যে থাকলেও উল্লেখযোগ্যভাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) পুরোনো ছন্দে ফিরে এসেছেন। তিনি আসন্ন টুর্নামেন্টে ভারতীয় একাদশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই এই তারকা ব্যাটসম্যান তরুণ সতীর্থদের নিজের বেতন উপহার দিয়ে বড়ো মনের পরিচয় দিলেন।
Read More: অস্ট্রেলিয়া সিরিজের আগে ‘ফ্লপ’ শ্রেয়স আইয়ার, প্রশ্ন উঠে গেলো নেতৃত্ব পাওয়া নিয়ে !!
সঞ্জুর বড়ো মনের পরিচয়-

এই বছর আইপিএল (IPL 2025) চলাকালীন পাঁজরে চোট পান সঞ্জু স্যামসন (Sanju Samson)। এর ফলে তিনি রাজস্থান রয়্যালসের (RR) হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে এশিয়া কাপের আগে কেরালা ক্রিকেট লিগে (KCL 2025) কোচি ব্লু টাইগার্সের (Kochi Blue Tigers) হয়ে বিধ্বংসী হয়ে ওঠেন। এই টুর্নামেন্টে এবার এই তারকা ব্যাটসম্যানের দাদা স্যালি স্যামসনের (Saly Samson) নেতৃত্বে চ্যাম্পিয়ন হলো কোচি ।
আজ কেরালা ক্রিকেট লিগের ফাইনালে তারা কোল্লাম সেইলর্সকে (Aries Kollam Sailors) ৭৫ রানে পরাজিত করে। এরপরই সঞ্জু স্যামসন (Sanju Samson) এই টুর্নামেন্টের নিলাম থেকে প্রাপ্ত সমস্ত অর্থ কোচি ব্লু টাইগার্সের খেলোয়াড় এবং কোচেদের দান করেছেন। তাকে দল নিজেদের অর্থের ৫০ লক্ষ টাকার অর্ধেকের বেশি দামে কিনেছিল। সঞ্জুর নিলামে সর্বোচ্চ দাম ওঠে ২৬.৮ লক্ষ টাকা। পুরো টাকাটাই এবার তিনি উপহার হিসেবে দান করে আবারও নিজের বড়ো মনের পরিচয় দিলেন।
এশিয়া কাপে সঞ্জু-

ফাইনালে দলে না থাকলেও এই ভারতীয় তারকা কেরালা ক্রিকেট লিগে (KCL 2025) বিধ্বংসী ব্যাটিং করে চমক দিয়েছেন। তিনি ৬ ম্যাচে ৩৬৮ রান সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে একটি দুরন্ত শতরান পর্যন্ত এসেছিল। ফলে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের হয়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে এই তারকা ব্যাটসম্যানকে ওপেনিং করতে দেখা যাবে। গত বছর সঞ্জু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ টি শতরান করেছিলেন।
এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ২০ ওভারের ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ৪২ ম্যাচে ৮৬১ রান। তিনি এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে এশিয়া কাপে নেতৃত্বে দিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে শুভমান গিলকে (Shubman Gill)।