CT 2025: ১২ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াড ঘোষণার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিলো বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির তরফে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের ব্যস্ততার কারণে দল নির্বাচণ করে উঠতে পারে নি বিসিসিআই। চেয়ে নেওয়া হয়েছিলো বাড়তি সময়। অবশেষে প্রতীক্ষার অবসান হলো গতকাল। মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ অজিত আগরকার (Ajit Agarkar) জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নীল জার্সিতে দেখা যাবে কোন পনেরো ক্রিকেটারকে। প্রত্যাশামতই কোহলি, ঋষভ পন্থ’রা রয়েছেন দলে। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন মহম্মদ শামিও। ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং-এর মত তরুণ তুর্কিদের সুযোগ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। সঞ্জু স্যামসন (Sanju Samson), মহম্মদ সিরাজদের অনুপস্থিতি নিয়েও শুরু হয়েছে চর্চা।
Read More: কনুইয়ের চোটে কাহিল অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তা বাড়লো দলের !!
সঞ্জুর কপালে জুটলো উপেক্ষাই-
২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) তিনি ছিলেন ট্র্যাভেলিং রিজার্ভ, বিশ্বকাপে সুযোগই পান নি স্কোয়াডে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মূল স্কোয়াডে থাকলেও ডাক আসে নি ম্যাচ খেলার। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ভাগ্য বদলালো না কেরলের সঞ্জু স্যামসনের। সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্ধর্ষ পারফর্ম করার পরেও ১৫ জনের দলে ডাক পেলেন না তিনি। গতকাল যে স্কোয়াড ঘোষণা করেছেন রোহিত ও আগরকার, সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এল রাহুল (KL Rahul)। কিন্তু শেষ ১৩টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে ৪টি শতরান করা সঞ্জুর (Sanju Samson) নাম উচ্চারণ’ই করলেন না তাঁরা। তিনি বাদ পড়ায় বিসিসিআই-এর বিরুদ্ধে উঠতে পক্ষপাতের অভিযোগ।
এখনও সুযোগ রয়েছে সঞ্জু’র-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দরজা কি পুরোপুরি বন্ধ সঞ্জু স্যামসনের (Sanju Samson) জন্য? দল ঘোষণার পরেও আশা ছাড়তে নারাজ তাঁর অনুরাগীদের একটা বড় অংশ। স্কোয়াডে সুযোগ পেলেও কনুইতে চোট রয়েছে কে এল রাহুলের। আসন্ন রঞ্জি ম্যাচেও তাই কর্ণাটকের জার্সিতে মাঠে নামতে পারবেন না তিনি। কবে সম্পূর্ণ ফিট হবেন তিনি তাও এখনও নিশ্চিত নয়। যদি ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগে অবধি মাঠে নামার জন্য প্রস্তুত না হন তিনি, তাহলে বাধ্য হয়েই বিকল্পের সন্ধান করতে হবে বিসিসিআই-কে। সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে স্কোয়াডে জায়গা করে নিতে পারেন সঞ্জু স্যামসন। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে রাহুলের শূন্যস্থান পূরণ করতে পারেন তিনি।
কোহলি-বুমরাহ’র চোট নিয়েও সংশয়-
চোট-আঘাত চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে। ঘাড়ে সমস্যা রয়েছে বিরাটের (Virat Kohli)। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর গত ৮ তারিখ ব্যথা কমাতে ইঞ্জেকশন’ও নিয়েছেন তিনি। কিন্তু এখনও সম্পূর্ণ ফিট নন তিনি। ২৩ তারিখ থেকে শুরু হতে চলা রঞ্জি ম্যাচ খেলতে পারবেন না, জানিয়েছেন বিসিসিআই-কে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য মেলে নি। আজত জসপ্রীত বুমরাহ’ও। সিডনি টেস্ট চলাকালীন পিঠের পেশীতে টান ধরেছে তাঁর। বিশ্রামে রয়েছেন তারকা পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বা একদিনের সিরিজে তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশ নেওয়া নিয়েও থাকছে সংশয়। শেষ মুহূর্তে তাঁদের জন্যও বিকল্পের সন্ধান করতে হতে পারে বিসিসিআই-কে।