BCCI এর ব্যবহারে অতিষ্ঠ সঞ্জু স্যামসন, এন্ট্রি নিলেন ফুটবলে !! 1

ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় প্রতিভাবান খেলোয়াড় হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে তিনি সব থেকে বেশি অভাগা প্লেয়ার। ২০১৪ সালে প্রথম ভারতের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, তবে ভারতের হয়ে গুটিকয়েক ম্যাচ খেলতে সক্ষম হয়েছিলেন তিনি। সঞ্জুকে বেশিরভাগ সময়েই দলের বাইরে কাটাতে হয়েছে। তার যোগ্যতা থাকলেও খুব কম ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছে তাকে। ২০২৪ সালেও অব্যাহত রয়েছে সেই ক্রিয়াকলাপ। এবছর প্রথম আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন সঞ্জু এবং সেই সিরিজে খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। তাছাড়া, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু।

BCCI’এর অবহেলার পাত্র হয়ে উঠেছেন সঞ্জু

Sanju Samson, ind vs pak, t20 world cup 2024
Sanju Samson | Image: Getty Images

তবে বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচও খেলা সম্ভব হয়নি সংযোগ আছে প্রতিটি ম্যাচে বাইরে বসে কাটাতে হয়েছে তাকে। এরপর জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেখা যায় তাকে। তবে শ্রীলংকার বিরুদ্ধে কেবলমাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। পাশাপাশি গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে শত রান হাকানোর পরেও শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে বাদ পড়েছিলেন সঞ্জু। বারবার অবহেলিত হয়ে এবার মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

Read More: মদের ঘোরে উদ্দাম শুভমান-ঈশান, জন্মদিনের পার্টির বিস্ফোরক ভিডিও হলো ভাইরাল !!

খেলোয়াড় থাকা কালীন খেলার একটি দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন। আংশিক মালিকানা ভিত্তিতে নতুন দল কিনলেন এই প্রতিভাবান ক্রিকেটার। ক্রিকেট নয় বরং ফুটবল দলের মালিকানা কিনলেন সঞ্জু (Sanju Samson)। কেরালা বাসী সঞ্জু একজন ফুলবল প্রেমী, তিনি ক্রিকেটের পাশাপশি ফুটবল খেলতেও বেশ পছন্দ করেন। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শুরুর আগেই বেশ ভালো ফুটবল খেলতে দেখা যায় সঞ্জুকে। সমাজ মাধ্যমে সঞ্জুর ফুটবল খেলার বেশ কয়েকটি ফটো ভিডিও ভাইরাল হয়ে রয়েছে। ফুটবল প্রেমের কারণেই সঞ্জু স্যামসন কিনে ফেললেন সুপার লিগ কেরালার ফ্র্যাঞ্চাইজি দল।

ফুটবল দল কিনে ফেললেন সঞ্জু

Sanju Samson
Sanju Samson | Image: Getty Images

রাজ্যের স্থানীয় প্রতিভাদের জন্যই কেরলের এই নতুন ফুটবল লিগ শুরু হয়েছে এবং এই লীগে উন্নতির তাগিদে সঞ্জু স্যামসন কিনে ফেললেন নতুন দল। গতকাল মালাপ্পুরম এফসি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে সঞ্জু স্যামসন (Sanju Samson) এই দলের আংশিক মালিকানা কিনেছেন। অন্যদিকে সঞ্জুর ক্রিকেটযাত্রার কথা বলতে গেলে তিনি দলিপ ট্রফি জন্য প্রস্তুত হয়ে উঠেছেন ভারত ডি দলের হয়ে খুব জলদি মাঠে নামবেন।

Read Also: Sanju Samson: দলীপ ট্রফি খেলা হচ্ছে না ঈশান কিষণের, বদলি হিসেবে মাঠে নামছেন সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *