রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন, আসন্ন আইপিএলের আগে এই ফ্রাঞ্চাইজিতে হচ্ছেন শামিল !! 1

২০২৬’এর আইপিএল শুরু হতে এখনও বহুদিন বাকি। কিন্তু তার মধ্যেই সমস্যার পাহাড় ভেঙে পড়েছে রাজস্থান রয়্যালস শিবিরে। দলের সঙ্গে বহুদিন ধরে জড়িয়ে থাকা সঞ্জু স্যামসন (Sanju Samson) রাজস্থান শিবির ছাড়তে চলেছেন। সূত্রের দাবি, টি। ম্যানেজমেন্টের সঙ্গে সঞ্জুর বনিবনা না হওয়ার কারণেই ফ্রাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১২ সাল থেকে আইপিএলে খেলতে দেখা যাচ্ছে সঞ্জুকে। প্রথম বছরে কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন তিনি। সেই মৌসুমই কলকাতা দল প্রথমবারের জন্য আইপিএল শিরোপা জয় করেছিল। যদিও সে সময় একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি সঞ্জু।

রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন

Sanju samson, ipl, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

এরপর ২০১৩ সালে তাকে ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স। এবং সেই সুযোগে রাজস্থান রয়ালস সঞ্জুকে দলে সামিল করেছিল পরস্পর তিন বছর রাজস্থান ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি এরপর ২০১৬ ও ২০১৭ সালে গড়াপেটার কারণে নিষিদ্ধ হয়েছিল রাজস্থান রয়ালস ক চেন্নাই সুপার কিংস। আর সেই দুই বছর দিল্লি ক্যাপিটালসেন হয়ে খেলতে দেখা গিয়েছিল সঞ্জুকে। এর পর ২০১৮ সালে তাঁকে আবার কিনে নেয় রাজস্থান। তারপর থেকেই রাজস্থানের মুখ হয়ে উঠেছেন সঞ্জু। ২০২১ সালে সঞ্জুকে রাজস্থান দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। তাঁর অধিনায়কত্বে ২০২২ সালে ফাইনালে উঠেছিল রাজস্থান, ২০২৪ সালে তার নেতৃত্বে প্লে-অফেও পৌঁছেছিল ফ্রাঞ্চাইজি।

Read More: এশিয়া কাপের ভাবনায় ক্রুণাল পাণ্ডিয়া, চার বছর পর ভারতীয় দলে ফিরছেন তারকা অলরাউন্ডার !!

চেন্নাই বা কলকাতায় এন্ট্রি নিতে পারেন স্যামসন

Sanju samson
Sanju Samson | Image: Getty Images

ঘনিষ্ট সূত্রের খবর, রাজস্থান রয়্যালসকে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson) অনুরোধ করেছেন তাঁকে যেন ছেড়ে দেয় রাজস্থান। সামনের ডিসেম্বরে মিনি নিলাম, আর তার আগেই ট্রেডিংয়ের মাধ্যমে কোনো অন্য দলে পাঠানো কিংবা তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন সঞ্জু। প্রসঙ্গত, এবারের আইপিএল শেষেই টিম ম্যানেজমেন্টকে অনুরোধ জানিয়েছেন অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান ছাড়লে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল সঞ্জু স্যামসনের। এমএস ধোনির (MS Dhoni) প্রতিস্থাপক হিসাবে সঞ্জুকে দেখতে পাওয়া যাবে। চেন্নাই ছাড়াও কলকাতা নাইট রাইডার্স সঞ্জুকে দলে পেতে চাইছে। সঞ্জু স্যামসনের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, তারকা এই ব্যাটসম্যান ১৭৬টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৩০.৭৫ গড়ে এবং ১৩৯.০৫ স্ট্রাইক রেটে ৪৭০৪ রান বানিয়েছেন এবং ক্যারিয়ারে ৩ বার শতক ও ২৬ বার অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।

Read Also: নেতৃত্বে ঋতুরাজ, ডাক পাচ্ছেন বৈভব-রিয়ানরাও, এশিয়া কাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *