অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টি-২০ একাদশ প্রকাশ্যে, বাদ সঞ্জু স্যামসন-রিঙ্কু সিং !! 1

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল (India vs Australia ODI Series) তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। আগামীকাল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (India vs Australia T20 Series) মাঠে নামতে চলেছে এই দুই দল। ফলে অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সম্প্রতি এশিয়া কাপে (Asia Cup 2025) একাদশে একাধিক পরিবর্তন ঘটিয়েছিলেন তিনি। এবার অজিদের বিরুদ্ধেও প্রথম ম্যাচেই দুই তারকা ক্রিকেটারকে একাদশের বাইরে রেখে একাদশ সাজানো হচ্ছে।

Read More: “ওদের‌ই দোষ ছিল..”, শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !!

বাদ পড়ছেন সঞ্জু স্যামসন-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

এই বছর এশিয়া কাপে দীর্ঘদিন পর ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করেন শুভমান গিল (Shubman Gill)। এর ফলে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেনার হিসেবে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। গত বছর এই ভূমিকায় তিনি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ৩ টি শতরান করেছিলেন। বর্তমানে তাকে ব্যাটিং অর্ডারে ৫-৬ নম্বর স্থানে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। ৭ ম্যাচে এশিয়া কাপে ১৩২ রান সংগ্রহ করেন তিনি। তবে সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার মাটিতে একাদশ থেকে এবার বাদ পড়তে চলেছেন সঞ্জু।

ব্যাটিং অর্ডারের নিচের দিকে গৌতম গম্ভীর জিতেশ শর্মার (Jitesh Sharma) ওপর এবার ভরসা রাখতে চলেছেন। আইপিএলে এই তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান ১৫৭ স্ট্রাইক রেটে ফিনিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিমধ্যেই নজর কেড়েছেন। আইপিএলে এই তারকা এখনও পর্যন্ত ৫৫ ম্যাচে সংগ্রহ করেছেন ৯৯১ রান।

জায়গা পাবেন না রিঙ্কু সিং-

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে বিধ্বংসী ব্যাটিং করে রিঙ্কু সিং (Rinku Singh) নিজের পরিচয় তৈরি করেছিলেন। তারপর জাতীয় দলে সুযোগ পান। দেশের হয়ে এখনও পর্যন্ত এই তারকা ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৫৫০ রান সংগ্রহ করেছিলেন। তবে শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের সুযোগ পাওয়ার পর তিনি একাদশে সুযোগ পাচ্ছেন না। এশিয়া কাপে মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা।

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় ফাইনালে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। এবার সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় টি-টোয়েন্টি একাদশ থেকে ছিটকে যেতে চলেছেন রিঙ্কু। তার বদলে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে নীতিশ কুমারের পেস বোলিং দলকে জয় এনে দিতে সাহায্য করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভারতের সম্ভাব্য একাদশ-

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

Read Also: “দল থেকে বের করে দেব..”, গম্ভীরের হুমকিতেই হর্ষিত রানার দুরন্ত কামব্যাক সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *