এশিয়া কাপে নেই সঞ্জু এবং রিঙ্কু, তাদের বদলি খুঁজে বার করলেন কোচ গম্ভীর !! 1

ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এশিয়া কাপকে (Asia Cup 2025) প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। এই টুর্নামেন্টের জন্য প্রকাশিত দলে রাখা হয়েছে একাধিক তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের। কিন্তু একটা সঠিক শক্তিশালী একাদশ বাছাই করা খুব সহজ বিষয় নয়। ফলে ইতিমধ্যেই এই বিষয়‌ নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সম্প্রতিক সময় রাজ্য ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে রিঙ্কু সিং (Rinku Singh) এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো ক্রিকেটারদের দুরন্ত পারফর্মেন্স করতে দেখা গেছে। কিন্তু এবার এই দুই ক্রিকেটার বাদ পড়তে চলেছেন।

বাদ সঞ্জু স্যামসন-

ind-vs-ban-sanju-on-fire-in-3rd-t20i
Sanju Samson | Images: Getty Images

ভারতীয় দল আজ‌ আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। তবে তার আগেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই টুর্নামেন্টের জন্য নতুন টি-টোয়েন্টি একাদশ প্রায় সাজিয়ে ফেলেছেন। সূত্র অনুযায়ী একাদশে জায়গা পাচ্ছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। সম্প্রতি কেরালা ক্রিকেট লিগে (KCL) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। তার ব্যাট থেকে ৬ ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে এসেছিল মোট ৩৬৮ রান। তিনি একটি দুরন্ত শতরান পর্যন্ত হাঁকিয়েছেন।‌

কিন্তু সূত্র অনুযায়ী এশিয়া কাপের জন্য ভারতীয় একাদশে ওপেনার হিসেবে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে সঞ্জুর (Sanju Samson) বদলে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিতে চাইছেন গম্ভীর। আসলে গিল সহ অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের দায়িত্ব পালন করবেন। ফলে তার একাদশে থাকা নিয়ে কোনো ধোঁয়াশা নেই। অন্যদিকে ৩ এবং ৪ নম্বরে তিলক বর্মা (Tilak Varma) এবং সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জায়গা কোনভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণে গিলকে এশিয়া কাপে (Asia Cup 2025) ওপেনার হিসেবে মাঠে নামতে দেখা যাবে। উল্লেখ এই তারকা ক্রিকেটার এই বছর আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেছিলেন।

নেই রিঙ্কু সিং-

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025)। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি সম্প্রতি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20 League) বিধ্বংসী ফর্মে ফিরে এসেছেন। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে এই টুর্নামেন্টে ১৭৮ স্ট্রাইক রেটে এসেছে ১১ ম্যাচে ৩৭২ রান। একটি দুর্দান্ত শতরান‌ও হাঁকিয়েছেন তিনি। তবে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) রিঙ্কু একাদশে জায়গা পাবেন না বলে খবর সামনে এসেছে।

এই তরুণ তারকার বদলে শিবম দুবে (Shivam Dube) সুযোগ পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গম্ভীর একাদশে অলরাউন্ডারের ভূমিকাকেই বেশি গুরুত্ব দেন। এখনও পর্যন্ত শিবম দেশের হয়ে ৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩১ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৩ টি উইকেট শিকার করেছেন। তার পেস বোলিং দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে এই তারকা অলরাউন্ডার এই বছর এশিয়া কাপেও (Asia Cup 2025) জাতীয় দলের হয়ে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারেন বলে অনেকেই মনে করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *