আইপিএলের মাঝেই দল বদলালেন সঞ্জীব গোয়েঙ্কা, সামাদ আউট হতেই দিলেন হাততালি !! 1

লখনৌয়ের বিরুদ্ধে ৩৭ রানে জয় সুনিশ্চিত করেছে পাঞ্জাব কিংস (PBKS)। আজকের এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো পাঞ্জাব। অন্যদিকে আজকের পরাজয়ের পর লখনউ দলের কাছে প্লে-অফে পৌঁছানোর রাস্তা আরও কঠিন হয়ে উঠলো, তাদের বাঁকি চার ম্যাচই ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনৌ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব দল লখনৌয়ের সামনে ২৩৭ রানের লক্ষ্যমাত্রা রাখে। পাহাড় সমান রান তাড়া করতে এসে ১৯৯ রান বানাতে সক্ষম হয়েছিল লখনৌ। পাঞ্জাবের কাছে হারতে হলো তাদের। আজকের পরাজয়ের পরে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে। বেশিরভাগ সময়ই দলের পরাজয়ে ভেঙে পড়েন গোয়েনকা, গত মৌসুমে লখনৌ দলের তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) উপরে ম্যাচ শেষে চড়াও হয়ে উঠেছিলেন সঞ্জীব। তবে সবকিছুর উর্ধ্বে আজ নিজের দলের পতনেই করতালি দিতে দেখা গিয়েছে সঞ্জীবকে।

দুরন্ত একটি ক্যামিও খেলেন সামাদ

Ipl 2025
Abdul Samad | Image: Twitter

আসলে আজকের ম্যাচে, পাঞ্জাবের বানানো রানের পাহাড় তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে লখনউ। ৭৩ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ফেলে লখনউ, আর সেই সময় দলের হয়ে ব্যাটিং করছিলেন আয়ুশ বাদনী। বাদনী এবং আব্দুল সামাদ দুজনের মধ্যেই একটি বড় পার্টনারশিপ গড়ে উঠেছিল। ৪১ বলে ৮১ রানের একটি পার্টনারশিপ হয় দুজনের মধ্যে। তবে সেই পার্টনারশিপ ভেঙে দেন পাঞ্জাব দলের বাঁহাতি পেসার মার্কো জেনিসেন। ১৭ তম ওভারে বোলিং করতে আসেন জেনিসেন। তাঁর ওভারের চতুর্থ বলে আব্দুল সামাদ সজরে একটি শট খেলেন। তবে বলটি বোলিং করতে থাকা জেনিসেনের হাতে জমে যায়, যার ফলে ২৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় আব্দুল সামাদকে।

Read More: IPL 2025: “পয়সা ফেরত দিক…” ধর্মশালাতেও হতাশ করলেন ঋষভ পন্থ, তুলোধোনা সমাজমাধ্যমের !!

সামাদ আউট হতেই করতালি দেন গোয়েঙ্কা

Ipl 2025
Sanjiv Goenka | Image: Twitter

তবে সামাদ আউট হওয়ার পর করতালি দিতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। আসলে সেই সময়ে পাঞ্জাব দলের অন্যতম মালিক নেস ওয়াদিয়ার পাশেই বসেছিলেন গোয়েনকা। সামাদ আউট হওয়ার পরেই ওয়াদিয়া এবং সঞ্জীব গোয়েঙ্কা দুজনে মিলেই করতালি দিতে থাকেন যা সমাজ মাধ্যমে নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে।

দেখেনিন ভিডিও

Read Also: IPL 2025: “গোয়েঙ্কার টাকা জলে…” পাঞ্জাবের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লো লক্ষ্ণৌ, পন্থদের দিকে কটাক্ষের তীর নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *