ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের (IPL) মঞ্চ একজন ক্রিকেটার রাতারাতি তারকা হয়ে উঠতে পারেন। কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স বজায় রেখে বছরের পর বছর ধরে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন বিষয়। ফলে আইপিএলের মঞ্চে জনপ্রিয়তা পাওয়ার পর অনেকেই ভুল পথে চালিত হয়ে হারিয়ে যান। এই বছর আইপিএলেও আমরা একাধিক তরুণ ক্রিকেটারদের ভক্তদের মন জয় করে নিতে দেখেছি। তাদের মধ্যে দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) এই বছর আইপিএলে (IPL 2025) রীতিমতো আলোচনায় ছিলেন। উইকেট নেওয়ার পর তার অদ্ভুত উদযাপন বিতর্ক সৃষ্টি করেছিল। এবার তিনি স্থানীয় টি-টোয়েন্টি লিগে অনন্য নজির স্থাপন করলেন।
Read More: “ও তো কোনো দোষ করে নি…” সরফরাজ বাদ পড়ায় ক্ষুব্ধ আকাশ চোপড়া, একহাত নিলেন টিম ম্যানেজমেন্টকে !!
অনন্য নজির দিগ্বেশের-

এই বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে নজর কেড়েছিলেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। উইকেট নেওয়ার পর তার বিতর্কিত ‘নোটবুক’ উদযাপন ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছিল। এবার দিগ্বেশ (Digvesh Rathi) লোকাল টি-টোয়েন্টি লিগে বল হাতে রীতিমতো জ্বলে উঠলেন। ৫ বলে পরপর নিলেন ৫ টি উইকেট। দিল্লির এই ক্রিকেটার স্থানীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৫ তম ওভারে বোলিং করতে এসেছিলেন। এই সময় বিপক্ষ দল ৫ উইকেট হারিয়ে ১৫১ রানে ব্যাটিং করছিল। এই ওভারে দিগ্বেশের (Digvesh Rathi) দুরন্ত স্পিন বল ব্যাটসম্যানরা বুঝতেই পারছিলেন না। তিনি হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে এই ওভারে মোট ৫ টি উইকেট সংগ্রহ করেন। এর ফলে ১৪.৫ ওভারেই ১৫১ রানে শেষ হয় বিপক্ষ দলের ইনিংস। এর সঙ্গেই দিগ্বেশ (Digvesh Rathi) ম্যাচে মোট ৭ টি উইকেট সংগ্রহ করেন। ফলে এই পারফর্মেন্সে মুগ্ধ হয়েছেন ক্রিকেট ভক্তরা।
সঞ্জীব গোয়েঙ্কার প্রশংসা-

দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) ৫ বলে ৫ উইকেট নেওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) প্রসংশা করছেন। তিনি এই তরুণ তারকাকে আরও এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। লখনউ সুপার জায়ান্টসের (LSG) অন্যতম এই মালিক লেখেন, “স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) ৫ বলে ৫ উইকেট নেওয়ার ভিডিওটি দেখে আমি অবাক হয়ে গেছি। ২০২৫ আইপিএলে লখনউয়ের হয়ে যে পারফর্মেন্সের মাধ্যমে তারকা হয়ে উঠেছিলেন তারই এক ঝলক সামনে আনলেন দিগ্বেশ (Digvesh Rathi)।” উল্লেখ্য এই বছর আইপিএলে এই স্পিনার ১৩ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেছিলেন। তবে তিনি বিতর্কিত ‘নোটবুক’ সেলিব্রেশন করে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন। এই উদযাপনের জন্য দিগ্বেশ রাঠিকে (Digvesh Rathi) জরিমানা করা হয়েছিল এবং একটি ম্যাচে নিষিদ্ধ পর্যন্ত করা হয়।
দেখুন সেই ভিডিওটি-
https://vxtwitter.com/DrSanjivGoenka/status/1934596381253226929