IPL 2025: ধর্মশালায় রুদ্ধশ্বাস লড়াইয়ে আজ লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং পাঞ্জাব কিংস (PBKS)। রুদ্ধশ্বাস লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে পাঞ্জাব দলের ওপেনার ব্যাটসম্যান প্রভশিমরন সিং (Prabhsimran Singh) ব্যাট হাতে ৪৮ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১৮৯.৫৮ স্ট্রাইক রেটে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাশাপশি, ক্যাপ্টেন শ্রেয়স (Shreyas Iyer) ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন। তাছাড়া, ১৫ বলে ৩৩ রান বানান শশাঙ্ক সিং (Shashank Singh)। তাদের এই দুরন্ত প্রদর্শনের পর পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান বানিয়ে ফেলে।
আবারও একবার বড় রান বানাতে ব্যার্থ পন্থ

পাঞ্জাবের বানানো এই রান তাড়া করতে এসে, পাওয়ার প্লের মধ্যেই হাল বেহাল হয়ে যায় লখনউয়ের। ১৬ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পাহাড় সমান রান তাড়া করতে এসে মাত্র ৩৮ রান বানাতেই সক্ষম হয়েছিল লখনউ। ব্যাট হাতে ক্যাপ্টেন ঋষভ পন্থ আজ ব্যার্থ হয়েছেন। ১৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কায় ১৮ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। এই মৌসুমে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয়েছেন পন্থ। পুরো মৌসুমে পন্থ ১১ ম্যাচের ১০ ইনিংসে ১২.২২ গড়ে এবং ৯৯.২২ স্ট্রাইক রেটে ১২৮ রান বানিয়েছেন। পুরো টুর্নামেন্টে পন্থ কেবলমাত্র একটি অর্ধশতরান হাঁকিয়ে ছিলেন। আজকের ম্যাচে পন্থের ব্যার্থতার পর আবার একবার মেজাজ হারিয়েছেন LSG দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
Read More: IPL 2025: ৬,৬,৬,৬,৬,৬… টানা ছয় বলে ছটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন রিয়ান পরাগ, ভাঙলেন রিংকু সিংয়ের দুরন্ত রেকর্ড !!
দেখেনিন ভিডিও
চলতি মৌসুমে সবথেকে বেশি দামে বিক্রি হন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটিতে লখনৌ দলের অঙ্গ হয়েছিলেন পন্থ। যদিও এই মৌসুমে নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি পন্থ। আজ আবারও একবার বড় রান ব্যার্থ হন পন্থ। এর আগে এই মৌসুমে পাঞ্জাবের বিরুদ্ধে পন্থ ৫ বলে ২ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। এই মৌসুমে পন্থের অধিনায়কত্বে মোট ১০টি ম্যাচ খেলেছে লখনউ এবং পাঁচ ম্যাচে জয় পেয়ে তারা ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচ হারলে পন্থদের কাছে প্লে-অফের দৌড়ে টিকে থাকা বেশ মুশকিল হয়ে উঠবে।