“দলের আগে স্বার্থ…” ব্যাক্তিগত কারণ দেখিয়ে LSG ছাড়তেই KL রাহুলকে একহাত নিলেন সঞ্জীব গোয়েঙ্কা !! 1

প্রত্যাশিতভাবেই লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজি। ভারতীয় দলের তারকা খেলোয়াড় কেএল রাহুল (KL Rahul) খবরের শিরোনামে উঠে এসেছেন। কয়েক মাস আগেই ফ্রাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলিপুরের তাঁর অফিসে সাক্ষাৎ করেন রাহুল। নেটিজেনরা ভেবে নিয়েছিলেন রাহুল হয়তো আবার লখনৌ দলের হয়ে খেলতে চলেছেন। রাহুলের সাথে সাক্ষাৎ করার পরেই গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন লখনৌ দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব নেন জাহির খান। একই সম্মেলনীতে রাহুলকে নিয়ে বড় মন্তব্য করে ফেলেছিলেন তিনি। সকলের সামনে রাহুলকে (KL Rahul) লখনৌ পরিবারের একটি অঙ্গ বলে এই ঘোষণা করেন গোয়েঙ্কা।

রাহুলের সঙ্গে বদলে গেল সম্পর্ক

Kl rahul,
KL Rahul and Sanjiv Goenka | Image: Getty Images

তবে রিটেন হওয়া ক্রিকেটারের তালিকা প্রকাশ্যে আসতেই বদলে গেল সম্পর্ক। লোকেশ রাহুল (KL Rahul) আর রইলো না লখনৌ পরিবারের অঙ্গ। লখনৌ সুপার জায়ান্টস দলের ক্রিকেটারদের রিটেনশন লিস্ট প্রকাশ্যে আসার সাথে সাথেই দলের প্রাক্তন অধিনায়ককে নাম না করেই অপমান করলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। স্পষ্ট জানিয়ে দিলেন রাহুল ব্যাক্তিগত স্বার্থেকে দলের থেকে এগিয়ে রেখেছেন, তাই তাঁকে ছাঁটাই করেছে দল।

যদিও লোকেশ রাহুলকে নিয়ে সরাসরি কিছু বলেননি গোয়েঙ্কা। তবে রিটেনশন তালিকায় প্রকাশের সঙ্গে সঙ্গেই আসন্ন আইপিএলের জন্য দলের রিটেন হওয়া ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি রাহুল নন বরং নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, রবি বিষ্ণু, মোহসিন খান এবং মায়াঙ্ক যাদবদের নাম ঘোষণা করেন। তবে নাম ঘোষণা করার পর রাহুলকে নিয়ে তার আপত্তি জানান, তিনি বলেন, “আমাদের কাছে (রিটেনশনের) বিষয়টা খুবই স্পষ্ট ছিল। যে সকল ক্রিকেটাররা দলের কথা ভাবে তাঁরা কখনও নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখে না। আমাদের দল শুধু তাঁদেরকেই রিটেন করেছে।” পাশাপশি গোয়েঙ্কা মন্তব্য করে আরও বলেন, “আমরা চেয়েছি যারা দলের কথা ভাবে, তাদের মধ্যে থেকে একটি কোর টিম গঠন করতে। খেলোয়াড়দের মধ্যে জেতার তাগিদ দেখেই তাঁদের রিটেন করা হয়েছে।

গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে কেএল রাহুলের ক্যাপ্টেন্সির উপর মেজাজ হারিয়েছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েনকা। যদিও পরবর্তী সময় নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছিলেন বলেই জানা গিয়েছিল। এমনকি ভারতের শ্রীলঙ্কা সফরের পরেই রাহুলের সঙ্গে সাক্ষাৎ করেন গোয়েনকা। ঠিক তখনই রাহুলকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগে রাহুলকে নিয়ে একটি খবর প্রকাশ্যে এসেছিল, জানা গিয়েছিল রাহুল নাকি ব্যাক্তিগত কারণে লখনৌ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Read Also: লখনৌ ছাড়লেন KL Rahul, ১৮ কোটির অফার করলেন প্রত্যাখ্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *