আইপিএলের সবচেয়ে বড়ো ভুল সিদ্ধান্ত, এই মালিকের বোকামি লেখা থাকবে টুর্নামেন্টের ইতিহাসে !! 1

আইপিএল ২০২৫ এর (IPL 2025) মেগা মৌসুমে দুরন্ত প্রদর্শন দেখাচ্ছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। তবে বেশ কিছু দলকে এখনও ধুঁকতে দেখা যাচ্ছে। এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় একদম শেষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। ফ্রাঞ্চাইজিটি পাঁচ ম্যাচে একটি জয় নিয়র তালিকায় একদম শেষের সারিতে রয়েছে। তবে, সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাতিত আরও একটি ফ্রাঞ্চাইজি রয়েছে যাদেরকে ফর্মে দেখতে পাওয়া গেলেও দলের অধিনায়ক দিচ্ছেন ধোঁকা। আর এই ফ্রাঞ্চাইজিটি হলো লখনৌ সুপাট জায়ান্টস। মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভুলের মাশুল গুনতে হবে ভবিষ্যতে।

ভুলের মাশুল গুনতে হবে মালিককে

Sanjiv Goenka, kl rahul, ipl 2025
Sonjiv Goenka | Image: Twitter

প্রসঙ্গত, এবারের আইপিএলে ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস দলের অংশ হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের উপরেই বাজি ধরেছিলেন লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েনকা। চলতি মৌসুমে লখনৌ দল মোট পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তারা তিনটি ম্যাচে জয় সুনিশ্চিত করেছে। তবুও যেন গোয়েঙ্কার নেওয়া সিদ্ধান্ত বোকামি বলেই মনে হচ্ছে।

Read More: IPL 2025 CSK vs KKR Match Highlights: চেন্নাইয়ের ঘরের মাঠে নারিনের তান্ডব, ৮ উইকেট ঐতিহাসিক জয় নাইটদের !!

গত তিন বছর ধরে লখনৌ সুপার জায়ান্টস দলের অধিনায়কত্ব পালন করেছিলেন কেএল রাহুল (KL Rahul) অধিনায়ক হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ফ্রাঞ্চাইজির হয়ে সর্বাধিক রান তার ব্যাট থেকে এসেছিল। তবুও এবারের আইপিএলে রাহুলকে ধরে রাখেনি LSG। রাহুলকে ছেড়ে দেওয়ার পিছনে সবথেকে বড় কারণ ছিল গতবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌয়ের লজ্জাজনক পরাজয়ের। সেই ম্যাচের পর রাহুলের সাথে দেখা গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার বচসা, যার জেরেই এবারের আইপিএলে লখনৌ দলে খেলার সুযোগ পাননি রাহুল। এবারের আইপিএলে ঋষভ পন্থকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিলামের মঞ্চে কোটি টাকার বৃষ্টি করেছিলেন গোয়েঙ্কা।

২৭ কোটির পন্থের ব্যাটে আসেনি ২৭ রানও

Ipl 2025
Rishabh Pant | Image: Getty Images

তবে ঋষভ পন্থকে (Rishabh Pant) কিনে বড় বোকামি করে ফেললেন তিনি। ২৭ কোটির পন্থ গত ৪ ইনিংসে ব্যাটিং করেও ২৭ রানের গণ্ডি পার করতে পারলেন না। ২৭ বছর বয়সী পন্থ এই আইপিএলে ৫ ম্যাচের ৪ ইনিংসে কেবলমাত্র ৪.৭৫ গড়ে এবং ৫৯.৩৮ স্ট্রাইক রেটে মাত্র ১৯ রান বানিয়েছেন। এমনকি গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটিং করতেও নামেননি তিনি। ভক্তদের ধারণা প্রথম কয়েকটি ম্যাচে তার এই দুর্বিষহ পারফরমেন্সের কারনে পন্থের উপর চাপ তৈরি হয়েছে, যা সামাল দিতে পারছেন না তিনি। তবুও দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এখনও পন্থের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছেন।

Read Also: IPL 2025 LSG vs GT: আতসকাঁচের নীচে পন্থের নেতৃত্ব, গুজরাতের বিরুদ্ধেও পুরান ম্যাজিকেই ভরসা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *