“কি ভেবে ওরা টেস্টের প্লেয়ার..." শ্রেয়স আইয়ারকে দলে না দেখে ক্ষুব্ধ সঞ্জয় মঞ্জরেকর, নিলেন BCCI'এর ক্লাস !! 1

গত সপ্তাহে এশিয়া কাপের জন্য স্কোয়াড প্রকাশ করেছিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। তেমনই, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে শ্রেয়াস আইয়ারকে উপেক্ষা করার জন্য বিসিসিআইকে তীব্রভাবে সমালোচনা করেছেন। সঞ্জয়, বর্তমানে ইংরেজি ও হিন্দি ভাষায় ধারাভাষ্য দিয়ে থাকেন এবং নানান বিষয়ে তাকে আজকাল বিরোধিতা করতে দেখা যাচ্ছে। সঞ্জয়ের মতে নির্বাচকরা টি-২০ ফরম্যাটের (এশিয়া কাপ) জন্য খেলোয়াড় বাছাই করতে গিয়ে টেস্ট পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন। যেটি তিনি একেবারেই ক্রিকেটীয় যুক্তির বাইরে বলে মনে করেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি নাম না করে সরাসরি শুভমান গিলের নির্বাচনের দিকেই ইঙ্গিত করেছেন।

এশিয়া কাপের দল নির্বাচনে খুশি নন মঞ্জরেকর

Sanjay Manjrekar and Virat kohli
Sanjay Manjrekar | Image: Getty Images

বিসিসিআই ঘোষণা করা ১৫ সদস্যের দলে সূর্যকুমার যাদবকে অধিনায়ক এবং টেস্ট অধিনায়ক শুভমান গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। তবে দুর্দান্ত আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও শ্রেয়াস আইয়ারকে দলে রাখা হয়নি। সঞ্জয় মঞ্জরেকর এবিষয়ে মন্তব্য করে ইনস্টাগ্রামে একটি বিষয়ে বলেছেন, “বছরের পর বছর ধরে আমি দেখে আসছি যে, নির্বাচকরা অনেক সময় এক ফরম্যাটে যদি কোনো খেলোয়াড় ভালো করেন তাকে অন্য ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নেন। আমার মতে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। টেস্টে ভালো খেলার জন্য কাউকে টি-২০ দলে জায়গা দেওয়া ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই মানানসই নয়।

Read More: “বেশি জ্ঞান দেবেন না..”, বৈভব সূর্যবংশীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আম্বতী রাইডু !!

শ্রেয়স আইয়ারের সমর্থনে এগিয়ে আসলেন সঞ্জয়

shreyas iyer-in-white-ball-captaincy-race, শ্রেয়স আইয়ার, এশিয়া কাপ
Shreyas Iyer | Image: Getty Images

আগেও, শ্রেয়স আইয়ারকে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। কারণ, সে সময়ে তিনি ঘরোয়া ক্রিকেটে বেশি প্রাধান্য দিচ্ছিলেন না। এরপর অবশ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দুরন্ত ব্যাটিং করেছিলেন আইয়ার। এবিষয়ে মন্তব্য করে মঞ্জরেকর বলেন, “শ্রেয়স আইয়ারকে এবারের টি-২০ স্কোয়াডে না নেওয়া সত্যিই বিস্ময়কর বিষয়। দলে ফিরে আসার পর ইংল্যান্ড সিরিজে তিনি এমনভাবে ব্যাটিং করেছিলেন, যেন তিনি নতুন করে সব শুরু করেছেন। এমনকি, সেই ফর্ম তিনি আইপিএলেও ধরে রাখেন। ৫০-এর বেশি গড়ে এবং ১৭০-এর বেশি স্ট্রাইক রেটে রান বানিয়েছেন। তাছাড়া, তিনি দলের জন্য আসল গেম-চেঞ্জার হয়ে ওঠেন। এত কিছু করার পরও তাঁকে দলে না রাখা অন্যায় ছাড়া আর কিছু নয়।

Read Also: “শুভমানই আমার আদর্শ…” সাফ জানালেন প্রিয়াংশ আর্য, লাল বলের ক্রিকেটই পাখির চোখ তরুণ তুর্কি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *