"বিরাটের সঙ্গে তুলনা হয় না..", লর্ডসে ব্যাট হাতে ব্যর্থ হ‌ওয়ার পর গিলকে কটাক্ষ করলেন সঞ্জয় মাঞ্জরেকার !! 1

লর্ডসে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের দিকে এগিয়ে চলেছে ভারতীয় দল। শেষ দিনে জয় তুলে নিতে হলে ব্লু ব্রিগেডদের মাত্র ১৩৫ রান করতে হবে। ব্যাট হাতে এখন কেএল রাহুল (KL Rahul) লড়াই চালাচ্ছেন। তিনি প্রথম ইনিংসে দুরন্ত একটি শতরান করে ইতিমধ্যেই দলকে সাহায্য করেছেন। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। তিনি একাধিক রেকর্ড গড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। তবে লর্ডসে দুই ইনিংসেই সম্পূর্ণ ব্যর্থ হলেন ভারতীয় অধিনায়ক। যার ফলে সোশ্যাল মিডিয়ায় তিনি সমালোচনার মুখে পড়েছেন।

Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!

ব্যর্থ শুভমান গিল-

"বিরাটের সঙ্গে তুলনা হয় না..", লর্ডসে ব্যাট হাতে ব্যর্থ হ‌ওয়ার পর গিলকে কটাক্ষ করলেন সঞ্জয় মাঞ্জরেকার !! 2
Shubman Gill | Images: Getty Images

এজবাস্টনে শুভমান গিল (Shubman Gill) প্রথম ইনিংসে ২৬৯ রান এবং দ্বিতীয়‌ ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলে নতুন ইতিহাস তৈরি করেছিলেন। যার ফলে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে প্রত্যাশা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। মনে করা হচ্ছিল লর্ডসের মাঠে ব্যাট হাতে আবারও জ্বলে উঠবেন নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক। কিন্তু তিনি ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংসেই সম্পূর্ণ ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে ৪৪ বলে ১৬ রানে আউট হয়ে মাঠ ছাড়েন গিল (Shubman Gill)। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ বলে ৬ রান করে আউট হয়েছেন তিনি। ফলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যানকে নিয়ে একাধিক মন্তব্য করছেন।

সমালোচনার মুখে গিল-

"বিরাটের সঙ্গে তুলনা হয় না..", লর্ডসে ব্যাট হাতে ব্যর্থ হ‌ওয়ার পর গিলকে কটাক্ষ করলেন সঞ্জয় মাঞ্জরেকার !! 3
Shubman Gill | Images: Getty Images

লর্ডসের চলতি টেস্টে অধিনায়ক হিসাবে শুভমান গিল (Shubman Gill) মাঠের মধ্যে দলের আগ্রাসনকে প্রথম থেকেই বজায় রেখেছেন। তাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সঙ্গে একাধিকবার উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে দেখা গেছে। গিলের (Shubman Gill) করা বিতর্কিত অঙ্গভঙ্গি‌ও বর্তমানে চর্চার মধ্যে রয়েছে। এর মধ্যেই তার ব্যাটিং ব্যর্থতার পর একজন ক্রিকেট সমর্থক সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, “যারা এই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শুভমান গিল ফ্ল্যাট পিচ না পেলে এইরকম‌ই ব্যাটিং করে থাকেন।”

অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার (Sanjay Manjrekar) মনে করছেন ব্যাটিং করার সময় ইংল্যান্ডের ক্রমাগত স্লেজিং শুভমান গিলের ওপর চাপ বাড়িয়েছিল। তিনি বিরাট কোহলির (Virat Kohli) প্রসঙ্গ এনে বলেন, “ইংল্যান্ডের ক্রিকেটাররা স্লেজিং এবং ক্রমাগত চাপের মাধ্যমে শুভমান গিলকে (Shubman Gill) বিরক্ত করার চেষ্টা করছিলেন। এইরকম পরিস্থিতিতে তাকে খুবই অস্থির দেখাচ্ছিল। কিন্তু এই রকম অবস্থার মধ্যে দিয়ে গিয়ে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। প্রতিপক্ষরা যখন চাপ সৃষ্টি করতো তিনি আরও ব্যাটিং করতে মজা পেতেন।”

Read Also: “এটা ক্রিকেট নয়..”,পান্থকে ধারাবাহিকভাবে শর্ট বল করায় স্টোকসকে তীব্র আক্রমণ সুনীল গাভাস্কারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *