ক্রিকেট

স্বপ্ন ছিল বাবার মতন ক্রিকেটার হয়ে দেশের হয়ে খেলার, তবে সেই পথের পথিক হতে পারলেন না সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তানের। সম্প্রতি, সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে উঠেছে সঞ্জয় বাঙ্গারের সন্তান। লিঙ্গ পরিবর্তন করে আরিয়ান থেকে অনন্যা হয়েছেন তিনি। এবার নিজের এই কীর্তির কথা জানালেন সকলের সামনে। তবে এবার পেশাদার ক্রিকেটকে আলবিদা জানাতে হলো নবরূপী অনন্যাকে।

ছোট থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, তবে সেই পথে বাঁধা হয়ে দাঁড়ালো লিঙ্গ পরিবর্তন। ২৩ বছর বয়সী আরিয়ান ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন, এরপর লন্ডনে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন তিনি। বামহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি। তবে আপাতত তিনি ম্যাঞ্চেস্টারে থাকেন। ২০২১ সাল থেকেই চলছে লিঙ্গ পরিবর্তনের ক্রিয়াকলাপ। গত ১০ মাসে ধরে তার ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ চলছে। সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি নেটিজেনদের তার এই কঠিন যাত্রা সম্পর্কেও জানিয়েছেন।

Read More: দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন না রোহিত, প্রথম দুই টেস্ট থেকে নিলেন বিশ্রাম !!

লিঙ্গ বদলেছেন সঞ্জয় বাঙ্গারের ছেলে

ক্রিকেট

ভিডিওতে অনন্যা এমএস ধোনির সঙ্গে ২০১৬ সালে বিরাট কোহলির সঙ্গে কাটানো মুহূর্ত, ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “ক্রিকেটার হওয়ার স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে অনেক কিছু ত্যাগ করেছি, অনেক পরিশ্রম করেছি। তবে ক্রিকেটের বাইরে যে আরও একটা লড়াই চলছিল, নিজেকে চেনার লড়াই। সেই পথ অতিক্রম করতে অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তে টিকে থেকেছি এবং নিজেকে ভালো বেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।

লিঙ্গ পরিবর্তন করাতে পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে অনন্যার। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী রূপান্তরকামী বা রূপান্তরিতরা মহিলাদের পেশাদারি ক্রিকেট থেকে অব্যহত রেখেছে। মহিলা ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখার জন্য এই নিয়ম করেছে আইসিসি। তবে আইসিসির এই নিয়মের বিরুদ্ধে সরব হলেন অনন্যা। তাঁর মতে, লিঙ্গ পরিবর্তন করার জন্য তিনি যে ক্রিকেট খেলতে পারবেন না তা ভাবতে পারেননি। ক্রিকেটের নিয়মে বলা রয়েছে, বয়ঃসন্ধির আগে লিঙ্গ পরিবর্তন করলে একমাত্র তখনই কোনও রূপান্তরিতকে মহিলাদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে। তবে আইন মাফিক ১৮ বছর না হলে লিঙ্গ পরিবর্তন করাটা বেআইনি।

HRT সম্পন্ন হয়েছে অরণ্যের

অন্যদিকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির (HRT) করার পরে শক্তি হ্রাস পাচ্ছেন বলে জানাচ্ছেন অনন্যা। পেশাদার ক্রিকেট খেলতে পারবেন না বলে আশাহত তিনি। মন্তব্য করে বলেছেন, “HRT নেওয়ার পর আমার শরীরে অনেক পরিবর্তন হয়েছে। আমি আমার শক্তি, পেশী ভর, স্মৃতিশক্তি এবং অ্যাথলেটিক ক্ষমতার কমতি অনুভব করছি। আমি আগে যে খেলাটা এত ভালোবাসতাম সেটি আমার থেকে সরে যাচ্ছে।

Read Also: “অনেক বিনোদন বাকি…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাস্ত হতেই মেজাজ হারালেন স্কাই, সতীর্থকে নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *