শুরু হয়ে গেলো সানিয়া মির্জার বিয়ের প্রস্তুতি, আইবুড়ো ভাতের মেনুতে বাঙালি খাবারের সুস্বাদু পদ !! 1

জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ শেষ নেই। সাম্প্রতিক সময় যুজবেন্দ্র চাহাল , (Yuzvendra Chahal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) বিবাহ বিচ্ছেদের খবর শিরোনামে উঠে এসেছিল। বর্তমানে এই তারকা ক্রিকেটারদের আবার নতুন বান্ধবীদের সাথে লাইমলাইটে আসতে দেখা যাচ্ছে। অন্যদিকে টেনিস কুইন সানিয়া মির্জার (Sania Mirza) আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর সামনে এসেছিল। এবার এক ভাইরাল‌ পোস্ট ঘিরে তার বিয়ের প্রস্তুতির বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

সানিয়া মির্জার আইবুড়ো ভাত-

শুরু হয়ে গেলো সানিয়া মির্জার বিয়ের প্রস্তুতি, আইবুড়ো ভাতের মেনুতে বাঙালি খাবারের সুস্বাদু পদ !! 2
Sania Mirza | Images: Instagram

সানিয়া মির্জার (Sania Mirza) বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চর্চা চলছে। ভারতীয় তারকা পেসার মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে এই টেনিস কুইনের বিবাহের গুঞ্জন রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে সেটি সম্পূর্ণ মিথ্যে খবর বলে জানিয়ে দেন সানিয়া মির্জার (Sania Mirza) বাবা। তবে তিনি প্রখ্যাত টলিউড অভিনেতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। এখনও অফিসিয়ালি কিছু জানা না গেলেও খুব তাড়াতাড়ি এই তারকা জুটির বিবাহ অনুষ্ঠান আয়োজন হবে বলে জানা গেছে।‌

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ১৫ ধরনের সুস্বাদু বাঙালি পদের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তাহলে কি বিয়ের আগে আইবুড়ো পর্ব শুরু হয়ে গেলো তা নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বাঙালি খাবারের থালিটিতে ছিল লুচি, বেগুন ভাজা, ভাত-ডাল, দু’ধরনের সবজি, তোপসে ফ্রাই, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা থেকে শুরু করে বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, রসমালাই, দ‌ই, চাটনি।

দেখুন সেই পোস্ট-

শোয়েবের সঙ্গে বিচ্ছেদ-

শুরু হয়ে গেলো সানিয়া মির্জার বিয়ের প্রস্তুতি, আইবুড়ো ভাতের মেনুতে বাঙালি খাবারের সুস্বাদু পদ !! 3
Sania Mirza and Shoaib Malik | Images: Instagram

২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টেনিস কোর্ট দাপিয়ে বেড়িয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। জিতেছেন ৩‌টি মহিলা ডবলস এবং ৩ টি মিক্স ডলসের মতো খেতাব। ২০১০ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া (Sania Mirza)। তবে ১২ বছরের বিবাহের সম্পর্কে তাদের ফাটল ধরে এবং বিচ্ছেদ হয়। এরপর শোয়েব মালিক (Shoaib Malik) পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। ফলে সানিয়া মির্জা (Sania Mirza) কবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে।

উল্লেখ্য এই টেনিস কুইন এবং শোয়েব মালিকের একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ইজহান। বর্তমানে তাকে নিয়েই দুবাইতে বেশিভাগ সময় থাকেন সানিয়া (Sania Mirza)। তিনি দুবাইতে নিজের টেনিস অ্যাকাডেমি খুলেছেন‌। এছাড়াও এই টেনিস কুইন দুবাই স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন।

Read Also: চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *