পাকিস্তান দলের তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) এবং ভারতীয় দলের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার (Sania Mirza) মধ্যে এখন প্রায় দুই বছরের বেশি সময় আগেই বিবাহ বিশেষ হয়েছে। বিবাহ বিচ্ছেদের পর সানিয়া মির্জার জীবন আরও কঠিন হয়ে গিয়েছে বলে দাবি জানিয়েছেন সানিয়া মির্জা। সম্প্রতি এক আলাপচারিতায় একথা শিকার করেছেন সানিয়া মির্জা নিজেই। কঠিন সময়ে তিনি কেবলমাত্র ফারাহ খানকে পাশে পেয়েছেন বলেও জানিয়েছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘সার্ভিস ইট আপ উইথ সানিয়া’ নামে একটি অনুষ্ঠান চালু করেছেন সানিয়া। সেখানেই বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খানকে প্রথম অথিতি হিসেবে ডেকেছিলেন সানিয়া।
অনুষ্ঠানে ব্যাক্তিগত জীবন নিয়েই আলোচনা চলছিল। সানিয়া এক পুরানো প্রসঙ্গ টেনে বলেন, “ক্যামেরার সামনে ঘটনাটি বলতে চাইনা। আমায় জীবনেও কঠিন সময় এসেছে। তুমি যখন একবার আমার সেটে এসেছিলে এবং তখন আমায় একটা লাইভ শো-তে চলে যেতে হয়েছিল। সেই সময় আমি ভেঙে পড়েছিলাম, সেই সময় তুমি না এলে কি হত জানি না। তোমাকে পাশে না পেলে ওই অনুষ্ঠানটা করাই সম্ভব হত না আমার। তুমি আমাকে বলেছিলে, যা-ই হোক না কেন, অনুষ্ঠানটা তুমি করছ।”
Read More: বোমা হামলার আতঙ্কে পাকিস্তান ছাড়লেন শ্রীলঙ্কান তারকারা, মুখ পুড়ল নকভির !!
জীবন কঠিন হয়ে উঠেছে সানিয়ার

সানিয়ার কথা স্মৃতিচারণ করেন ফরাহাও। তিনি বলেন, “আমি সে দিন খুব ভয় পেয়েছিলাম। সে দিন আমাকে শুটটা করতেই হতো, আমি সব ছেড়ে দিয়ে পায়জামা আর চটি পরে এখানে চলে এসেছিলাম।” পাশাপশি, সানিয়া যেভাবে তাঁর সন্তানকে প্রতিপালন করছেন তার প্রশংসাও করেছেন ফরাহ। মন্তব্য করে তিনি বলেন, “তুমি কাজ করছ, ছেলেকে বড় করছো, সময় দিচ্ছ। পুরোটাই একার হাতে সামলাচ্ছ। তোমার কাজ এখন দ্বিগুন। এমনকি, সুন্দর ভাবে সেটাকে সামলেও নিচ্ছ তুমি।”
উল্লেখ্য, ২০১০-এর এপ্রিলে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিয়ে হয়েছে। ইজহান নামে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে, ২০২৪’এর জানুয়ারিতে বিভিন্ন জল্পনার মাঝেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাঁদের। শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিবাহ করে নিলেও সানিয়া এখনও তাঁর ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছেন।