আবারও প্রকাশ্যে সানিয়া মির্জা-শোয়েব মালিক দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো টেনিস সুন্দরীর পোস্ট !! 1

ভারতীয় টেনিসের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অবশ্যই আসবেন হায়দ্রাবাদের সানিয়া মির্জা (Sania Mirza)। প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় মহিলা হিসেবে টেনিস দুনিয়ার সর্বোচ্চ পুরষ্কার অর্থাৎ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতেছেন তিনি। লম্বা কেরিয়ারে মূলত ডাবলস খেলোয়াড় হিসেবে ভারতকে বহুবার সাফল্যমণ্ডিত করেছেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মত আসরে পদক জিতেছেন। ২০১৬’র রিও অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছেছিলেন। পদক না জিতলেও ১৯৯৬ সালে লিয়েন্ডার পেজের (Leander Paes) আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এটিই ভারতের অলিম্পিকে টেনিসে সবচেয়ে বড় সাফল্য। পেশাদার কেরিয়ারে ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে জিতেছেন ছয়টি গ্র্যান্ডস্লাম। অবসরের আগে জিতেছেন ৪৩টি WTA খেতাব। ২০২৩ সালের গোড়ায় ৩৬ বছর বয়সে এসে বর্ণময় টেনিস কেরিয়ারে ইতি টেনেছেন তিনি।

সাফল্যের পাশাপাশি বিতর্কেও বেশ কয়েকবার জড়িয়েছেন সানিয়া (Sania Mirza)। ভারতীয় পতাকার অসম্মান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের সাথে ভারতের টেনিস তারকা সানিয়ার বিয়ে নিয়ে ব্যাপক হইচই হয়েছিলো একসময়। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। এরপর তাদের ইজাহান মির্জা মালিক নামে এক সন্তানও হয়। ভারত বা পাকিস্তানে নয়, শোয়েবকে (Shoaib Malik) নিয়ে সানিয়া সংসার পেতেছিলেন মধ্যপ্রাচ্যের দুবাইতে। আচমকাই শোনা যায় তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন। শোয়েব নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সেই কারণেই সানিয়া হাত ছাড়তে চলেছেন তাঁর। এমনটাই কানাঘুষো শোনা গিয়েছিলো ক্রীড়াজগতে। তবে আনুষ্ঠানিক ভাবে তারকা দম্পতি কিছুই জানান নি। তাঁদের মৌনতা দেখে অনেকে মনে করেছিলেন বরফ গলেছে বুঝি। কিন্তু সেটা যে হওয়ার নয় তা বোঝা গেলো সানিয়ার (Sania Mirza) সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

Read More: IPL 2024: দিল্লি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন ঋষভ পন্থ, সামনে এল তার মাঠে ফেরার দিনক্ষণ !!

শোয়েবকে বিঁধে পোস্ট সানিয়ার? তুঙ্গে জল্পনা-

Shoaib Malik and Sania Mirza | Image: Twitter
Shoaib Malik and Sania Mirza | Image: Twitter

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছিলেন ভারতীয় টেনিস তারকা। তাতে লেখা ছিলো, “তাকে ভালো থাকতেই হবে। তাকে নিজের জন্য ভালো থাকতে হবে। হ্যাঁ সে পড়ে যায়, ভেঙে পড়ে। কিন্তু আবার সে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। সে সেটাই করে। কারণ তার নিজের জন্য, তার সন্তানদের জন্য সে কিছুর বিরুদ্ধেই হারতে চায় না।” সানিয়ার (Sania Mirza) এই ইন্সটাগ্রাম পোস্টের প্রতি লাইনে উঠে এসেছে একাকীত্বের মাঝে হার না মানা লড়াইয়ের কথা। শোয়েবকে ছাড়াই একা যে তিনি শত বাধা পেরিয়ে বড় করে তুলছেন পুত্র ইজাহান’কে, সেই ইঙ্গিতই সানিয়ে দিতে চেয়েছেন বলে মনে করছে নেটজনতা। দিনকয়েক আগে পুত্রের জন্মদিনেও সানিয়া (Sania Mirza) যে ফেসবুক পোস্ট করেছিলেন, সেখানে ইজাহান’কে ‘আমাদের’ নয় বরং ‘আমার’ পুত্র বলে সম্বোধন করেছিলেন।

Sania Mirza Instagram Story | Image: Instagram
Sania Mirza Instagram Story | Image: Instagram

সানিয়া মির্জা (Sania Mirza) ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্ট দিলেও গোটা ঘটনা নিয়ে কিন্তু নিশ্চুপ শোয়েব মালিক (Shoaib Malik)। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিলো বিচ্ছেদের ব্যাপারে। শোয়েবের সাফ জবাব দুজনে নাকি একান্তে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন না। তিনি জানান, “আমরা একসাথে সময় পাচ্ছি না। যখন ওরা (সানিয়া ও ইজাহান) উমরাহ করতে গিয়েছিলো, আমার এখানে (পাকিস্তানে) কাজ ছিলো। যখন আমি ছুটি নিয়ে দুবাই গিয়েছিলাম ইজাহানের সাথে সময় কাটাতে, ও (সানিয়া) ব্যস্ত ছিলো। সবাইকে মনে রাখতে হবে যে আমরা দুই আলাদা রাষ্ট্রের নাগরিক, এবং দুজনেরই নিজের নিজের কাজ রয়েছে। আমরা তো কোনো (বিচ্ছেদের) বার্তা দিই নি।” শোয়েব এড়িয়ে যেতে চাইলেও দুই তারকার মধ্যে ঠান্ডা যুদ্ধ যে রয়েছে তা ইতিমধ্যেই চলে এসেছে প্রকাশ্যে।

Also Read: বিরাট কোহলি জ্বরে এখনও কাঁপছে কলকাতা, ইডেনের বুকে স্থায়ী ভাবে জায়গা করে নিলেন ক্রিকেট মহাতারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *