দক্ষিণী তারকার সঙ্গে শুরু বিয়ের প্রস্তুতি, শোয়েব অধ্যায় মুছলেন সানিয়া মির্জা !! 1

সিনেমা জগতের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক নতুন কিছু নয়। তারকা ক্রিকেটারদের বিভিন্ন বিজ্ঞাপনে বলিউড অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে দেখা যায়। বিরাট কোহলি (Virat Kohli), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) থেকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিজ্ঞাপনের পর্দাতেও দক্ষতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করে থাকেন। এর সঙ্গেই কিং কোহলি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anuska Sharma) সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এবার সানিয়া মির্জা (Sania Mirza) দক্ষিণী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে উঠে এলো। ভারতীয় এই টেনিস কুইন জীবনে শুরু করতে চলেছেন দ্বিতীয় অধ্যায়।

Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!

পাক তারকার সঙ্গে বিচ্ছেদ-

দক্ষিণী তারকার সঙ্গে শুরু বিয়ের প্রস্তুতি, শোয়েব অধ্যায় মুছলেন সানিয়া মির্জা !! 2
Sania Mirza and Shoaib Malik | Images: Instagram

২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সানিয়া মির্জা (Sania Mirza) ভারতে হয়ে টেনিস জগতে দাপটের সঙ্গে নিজের উপস্থিতি তৈরি করেছিলেন। খেলার দক্ষতার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যে এখনও মুগ্ধ হন হাজার হাজার ভক্ত। ফলে টেনিস কোর্টের বাইরেও তিনি বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে (Shoaib Malik) বিয়ে করেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। এই পাক তারকা দেশের হয়ে ২৮৭ টি ওডিআই ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে খেলেছেন মোট ১২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ।

কিন্তু ১২ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন তারা। গত বছর শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর এই পাক তারকা ক্রিকেটার পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেছেন। উল্লেখ্য সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিকের (Shoaib Malik) একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদের এক বছর পরেই এবার এই ভারতীয় টেনিস কুইনের জীবনে আবার‌ও বিয়ের ফুল ফুটতে চলেছে বলে খবর সামনে এসেছে।

আবারও বিয়ের পিঁড়িতে সানিয়া-

দক্ষিণী তারকার সঙ্গে শুরু বিয়ের প্রস্তুতি, শোয়েব অধ্যায় মুছলেন সানিয়া মির্জা !! 3
Sania Mirza | Images: Instagram

শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সানিয়া মির্জা (Sania Mirza) বর্তমানে দুবাইতে নিজের নতুন জীবন শুরু করেছেন। ছেলে ইজহানের সঙ্গে বেশিরভাগ সময় সেইখানে থাকেন এই টেনিস কুইন। দুবাইতে নিজের টেনিস অ্যাকাডেমি রয়েছে তার। এছাড়াও সানিয়া মির্জা (Sania Mirza) দুবাই স্পোর্টসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের পর মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে সানিয়া মির্জার (Sania Mirza) সম্পর্ক রয়েছে বলে খবর সামনে এসেছিল।

তবে সেই জল্পনার কোনো ভিত্তি নেই বলে এই টেনিস তারকার বাবা জানিয়ে দেন। এবার সানিয়া মির্জা (Sania Mirza) তেলুগু ইন্ডাস্ট্রির এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে এসেছে। খুব তাড়াতাড়ি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। তবে এই নতুন প্রেমিকের বিষয়ে এখনও মুখ খোলেননি টেনিস কুইন। খুব তারাতারি সত্যিটা সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

Read Also: “শুভমান তো ধোনি বা সৌরভ নয়…” চতুর্থ টেস্টের আগে ভারত অধিনায়ককে সতর্ক করলেন বিশ্বজয়ী প্রাক্তনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *