পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza)। বিবাহ বিচ্ছেদের পরেই শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন। অন্যদিকে, সানিয়া তাঁর ছেলেকে নিয়েই ব্যস্ত। মা ও ছেলে দুজনেই দুবাইতে রয়েছেন বলে সূত্রের দাবি। এবার শোনা যাচ্ছে, সানিয়া নাকি আবার বিয়ে করতে চলেছেন! এর আগে তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন এবং ছেলের প্রতি দায়িত্বের উপর মনোযোগ দেবেন। তবে শেষমেশ বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছেন সানিয়া।
সানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে শোয়েবের

২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টেনিসের দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র ছিলেন সানিয়া। একেরপর এক শিরোপা জিতেছেন তিনি। শুধু যে টেনিস দুনিয়ার কিংবদন্তি হওয়ার জন্যই তিনি খবরের শিরোনামে থাকতেন এমনটা নয়। ব্যাক্তিগত কারণেও খবরের শিরোনামে থাকতেন সানিয়া। শোয়েবের সাথে ১২ বছরের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিলেন সানিয়া। প্রসঙ্গত, ২০১০ সালে সানিয়া মির্জার সাথে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিবাহ হয়েছিল। ২০১৮ সালে সানিয়া ও শোয়েবের ঘর আলো করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান ইজহান। তবে, ১২ বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। শোয়েব তাঁর তৃতীয় বিয়ে করাতেই ছেলে ইজহানকে নিয়ে দুবাইতে থাকতে শুরু করেছেন সানিয়া।
Read More: “দেশের লজ্জা হয়ে উঠো না…” বেফাঁস মন্তব্য আফ্রিদি’র, ভারত-পাক ম্যাচ বাতিল প্রসঙ্গে মুখ খুলেন পাক প্রাক্তনী !!
দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে সানিয়া

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানি গায়ক উমেইর জয়সওয়ালের সঙ্গেও সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল সানিয়ার। আর এই জয়সওয়াল হলেন শোয়েবের বর্তমান স্ত্রী সানা জাভেদের প্রাক্তন স্বামী। তবে, এখন আবার টলিউডের এক অভিনেতার নজরে এসেছেন সানিয়া। তেলুগু ইন্ডাস্ট্রির কোনো অভিনেতার সঙ্গে বিয়ে হতে চলেছে সানিয়ার। সূত্রের খবর, টলিউডের জনপ্রিয় এক নায়কের সঙ্গেই সম্প্রতি নাম জড়িয়েছে সানিয়ার। বেশ কয়েক মাস ধরেই একে অপরকে ডেটিংও করছেন। যদিও, হবু বরকে নিয়ে মুখ খোলেননি টেনিস সুন্দরী। যদিও এই প্রথন নয়, এর আগেও সানিয়ার দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়েছিল। তবে সেবার সেই খবর সঠিক বলে প্রমাণিত হয়নি। একবার তো ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামির (Mohammed Shami) সাথেই তাঁর দ্বিতীয় বিয়ের গুজব উঠেছিল।