ভারতে ক্রিকেট খেলা সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু হকি থেকে শুরু করে টেনিস, ব্যাডমিন্টনেও ভারতীয় খেলোয়াড়রা বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছেন। সানিয়া মির্জা (Sania Mirza) টেনিস জগতের অন্যতম একটি নাম। দীর্ঘ টেনিস ক্যারিয়ারে দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি।তার সৌন্দর্যের মায়ায় মুগ্ধ হয়েছেন লক্ষ লক্ষ সমর্থক। এরপর পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে (Shoaib Malik) বিবাহ করেও চর্চায় উঠে এসেছিলেন সানিয়া। এবার বিবাহ-বিচ্ছেদের পর নতুন করে ঘর বাঁধতে চলেছেন এই টেনিস কুইন।
Read More: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!
শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ-
সানিয়া মির্জার (Sania Mirza) টেনিস দক্ষতার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যেও বিভিন্ন মহলে চর্চা হয়ে থাকে। সমস্ত জল্পনা উড়িয়ে ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে (Shoaib Malik) বিয়ে করেছিলেন তিনি। শোয়েব দেশের হয়ে ২৮৭ টি ওডিআই ম্যাচ সহ ১২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ফলে এই তারকা জুটির বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দুবাইতে পাকাপাকিভাবে সংসার পেতে ছিলেন তারা।
কিন্তু গত বছর সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিকের (Shoaib Malik) বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসে। আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেছেন। উল্লেখ্য সানিয়া (Sania Mirza) এবং শোয়েবের (Shoaib Malik) একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ইজহান। এই পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে সানিয়া মির্জা এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
আবারও বিয়ের পিঁড়িতে সানিয়া-
সানিয়া মির্জা (Sania Mirza) বর্তমানে দুবাইতেই বেশিরভাগ সময় থাকেন। সেখানে তার নিজের টেনিস অ্যাকাডেমি রয়েছে। এছাড়াও তিনি দুবাই স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন। তবে হায়দ্রাবাদেও সানিয়া মির্জাকে (Sania Mirza) থাকতে দেখা যায়। এবার সূত্র অনুযায়ী হায়দ্রাবাদের এক ব্যবসায়ীর সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই টেনিস কুইন। খুবই গোপনীয়তার সঙ্গে বিয়ে সম্পন্ন করবেন তিনি বলে জানা যাচ্ছে। তবে এখনও এই ব্যবসায়ীর বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।
কিন্তু এই ব্যবসায়ীর কয়েক’শো কোটির সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। এর আগে সানিয়া মির্জা (Sania Mirza) মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে খবর সামনে এসেছিল। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গেও নাম জড়িয়েছিলেন ভক্তরা। অন্যদিকে সানিয়া মির্জা ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশকের ওপর ভারতীয় টেনিসে এক নম্বর স্থান ধরে রেখেছিলেন। ৬ টি গ্ৰ্যান্ড স্লামের মালকিন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে সানিয়া মির্জাকে (Sania Mirza) অর্জুন পুরস্কার সহ পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।