তারকা ক্রিকেটারদের প্রেমের সম্পর্ক অনেক সময় বিবাহ পর্যন্ত পৌঁছায়। গত কয়েক বছরে বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) বৈবাহিক জীবন ভক্তদের অনুপ্রেরণা হিসেবে ধরা দিয়েছে। অন্যদিকে আবার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মতো তারকার বিবাহ বিচ্ছেদের ঘটনাও ভক্তদের চর্চায় উঠে এসেছিল। বর্তমানে আবার তারা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যেই এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) তৃতীয় বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে। সানিয়া মির্জার (Sania Mirza) প্রাক্তন স্বামীর এই কর্মকাণ্ডে অবাক হয়েছেন অনেকেই।
Read More: সিরিজ জয়ের পর মাঠের মধ্যে গম্ভীরকে পাত্তাই দিলেন না বিরাট কোহলি, ভিডিও ভাইরাল !!
ফের বিবাহ বিচ্ছেদ শোয়েবের-

ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের ২০১০ সালে বিবাহ হয়েছিল। তবে তাদের ১৪ বছরের সম্পর্কে ফাটল ধরে। শোয়েব বিজ্ঞাপন করার সূত্রে অভিনেত্রী সানা জাভেদের (Sana Javed) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ফলে সানিয়ার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর গত বছর তৃতীয়বারের মতো নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের এই জনপ্রিয় তারকা।
সাম্প্রতিক সময় পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) শোয়েবের হয়ে স্টেডিয়ামে উপস্থিত থেকে সমর্থন করতে দেখা গিয়েছিল সানাকে। সূত্র অনুযায়ী তারপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর সামনে এসেছে। সমাজ মাধ্যমে একাধিক ভাইরাল হওয়া ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে তারা একে অপরকে এড়িয়ে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি তৃতীয় এই বউয়ের সঙ্গেও বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন শোয়েব বলে খবর সামনে এসেছে। খুব তাড়াতাড়ি অফিশিয়ালি এই বিষয়ে দুই পক্ষের থেকে জানানো হবে বলে জানা যাচ্ছে।
নতুন জীবনে সানিয়া মির্জা-

দীর্ঘ সময় ভারতের হয়ে টেনিস কোর্টে দাপিয়ে বেড়িয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। জিতেছেন একাধিক ফেতাব। গত বছর শোয়েবের সঙ্গে অফিসিয়ালি আলাদা হয়ে যান তিনি। তারপর থেকে একা পুত্র ইজহানকে বড়ো করে তুলছেন এই টেনিস কুইন। বেশিরভাগ সময় দুবাইতে থাকেন। দুবাইয়ে তার টেনিস অ্যাকাডেমি রয়েছে। এছাড়াও তিনি এখানকার স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জল্পনা সামনে এলেও সানিয়া এখনও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় কোরিওগ্রাফার এবং পরিচালক ফারাহ খানের (Farah Khan) সঙ্গে সাক্ষাৎকার শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে ভেঙে পড়ার মুহূর্ত ছিল। মাঝেমধ্যেই নিজেকে ক্লান্ত লাগত। আমি ক্যামেরার সামনে সমস্ত কথা বলতে চাই না। সেই মুহূর্তে আমি রীতিমতো থরথর করে কাঁপছিলাম। তুমি আমায় ভরসা দিয়েছিলে। তোমার কথায় আমি আত্মবিশ্বাস পেয়েছিলাম।”