IND vs AUS: একদিনের সিরিজে ২–১ ব্যবধানে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত অস্ট্রেলিয়া এবার নামছে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে। বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দল সদ্য টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে রুদ্ধশ্বাস ছন্দ দেখিয়েছিল। অপরাজিত অবস্থায় এশিয়া কাপ জিতেছিল ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়াও সম পরিমান শক্তিশালী দল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি (IND vs AUS) শুরু হওয়ার আগে বদলে গেল দল। দেখা গেল মস্ত বড় পরিবর্তন।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে ছিটকে গেলেন তারকা

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যেখানে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্স (Mitchell Marsh)। ভারতীয় দল চাইবে ওডিআই সিরিজের ব্যর্থতা ভুলিয়ে টি-টোয়েন্টি সিরিজে প্রদর্শন দেখাতে। সিরিজ (IND vs AUS) শুরু হওয়ার আগেই বড় পরিবর্তন ঘোষণা করল অস্ট্রেলিয়া দল। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ স্পিনার তনবীর সাঙ্ঘা (Tanvir Sanga)। অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি জাম্পার অনুপস্থিতি নিঃসন্দেহে অনুভব করবেন মিচেল মার্শ ও তাঁর দল।
Read More: রাতারাতি বদলে গেল দলের অধিনায়ক, প্রাক্তন নেতার হাতেই উঠছে দায়িত্ব !!
নতুন দল ঘোষণা অস্ট্রেলিয়ার

জানা গেছে, জাম্পার স্ত্রী হ্যারিয়েট দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন সিরিজ চলাকালীন সময়ে। সেই সময় স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জাম্পা। যে কারণেই তাকে এই সিরিজে দেখতে পাওয়া যাবে না। জাম্পার বদলে দলের অংশ হওয়া তনবীর সাঙ্ঘা অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত চারটি একদিনের ও সাতটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়া দলের এই পরিবর্তন কতটা কার্যকর হয় তা সময় বলবে। নভেম্বরের শেষদিকে শুরু হতে চলা অ্যাশেজ সিরিজকে সামনে রেখে টি–টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) শুধুমাত্র প্রথম দুটি ম্যাচ খেলবেন, তৃতীয় ম্যাচের পর স্কোয়াড ছাড়বেন অলরাউন্ডার শন অ্যাবটও। অন্যদিকে, চোটের কারণে বাইরে থাকা গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় ম্যাচ থেকে আবারও দলে ফিরবেন। চতুর্থ ম্যাচ থেকে অস্ট্রেলিয়া স্কোয়াডে যুক্ত হবেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। তৃতীয় ম্যাচে হ্যাজেলউডের জায়গায় সুযোগ পাবেন মাত্র ২০ বছর বয়সি তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান।