অল্পের জন্য প্রাণ বাঁচলো যুজবেন্দ্র চাহালের, কুস্তিগীরের কাঁধে চেপে খেলেন শূন্যে ঘুরপাক !! 1

চর্চার কেন্দ্রবিন্দুতে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টিম ইন্ডিয়ার হয়ে ৭২ একদিনের ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন হরিয়ানার লেগস্পিনার। টি-২০তে ৮০ ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট। কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের নীল জার্সিতে তাঁর চেয়ে সফলতর কোনো বোলার নেই। তবুও গত বছরের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরেই থাকতে হয়েছে তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তাঁকে ছেঁটে ফেলেছে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। খেলা হয় নি এশিয়া কাপ। বিশ্বকাপের দলেও সুযোগ পান নি চাহাল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বা আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভাবা হয় নি তাঁর কথা। মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)দলে ফেরানো হলেও প্রথম একাদশের বাইরে রেখেই মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া।

এখুনি যে চাহালকে (Yuzvendra Chahal) জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা ভারতের নেই তা পরিষ্কার হয়েছে দিনকয়েক আগে ২০২৩-২৪ মরসুমের জন্য বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পরেই। মোট ৩০ ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তির আওতায়। চারটি গ্রেডের একটিতেও ঠাঁই হয় নি চাহালের। গত বছরের চুক্তিতে তিনি ছিলেন গ্রেড-সি চুক্তিতে। প্রতি বছর বোর্ডের থেকে ১ কোটি টাকা পাওয়ার কথা ছিলো তাঁর, কিন্তু নতুন বছরে চুক্তি হাতছাড়া হয়েছে তাঁর। আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০২১-এর কুড়ি-বিশের বিশ্বকাপে দলের বাইরে ছিলেন তিনি, ২০২২ সালে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয় নি। ২০২৪ সালেও তাঁর খেলার সম্ভাবনা বিশেষ উজ্জ্বল দেখাচ্ছে না আপাতত। পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আনতে হলে আইপিএলে (IPL) দুরন্ত পারফর্ম করা ছাড়া গতি নেই চাহালের।

Read More: IND vs ENG: ধর্মশালা টেস্টে কি হবে ভারতের ব্যাটিং অর্ডার? চার নম্বরে কোহলির জুতোয় পা গলাবেন এই ক্রিকেটার !!

মাঠের বাইরে খোশমেজাজেই রয়েছেন চাহাল-

Yuzvendra Chahal | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশতম মরসুম। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) মাঠে নামবেন রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে চাপিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ২০২২ সালে জিতেছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের বেগুনি টুপি। ২০২৪ সালেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়লেও নিজেকে ক্রিকেটের মধ্যেই রেখেছেন তিনি। রাজ্য দল হরিয়ানার হয়ে সাদা ও লাল বলের ফর্ম্যাটে এই মরসুমে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গিয়েছে তাঁকে। শুরু করেছেন আইপিএল (IPL) প্রস্তুতিও। প্রত্যাবর্তনের কঠিন লড়াই চালিয়েও মুখের হাসি অমলিন রয়েছে তাঁর। মাঠের বাইরে খোশমেজাজেই রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর নিদর্শন দেখা গেলো একটি অনুষ্ঠানে। কুস্তিগীর সঙ্গীতা ফোগটের সঙ্গে খুনসুটিতে মাতলেন তিনি।

যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) একটি ভিডিও এক মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কুস্তিগীর সঙ্গীতা ফোগট (Sangita Phogat) অনায়াসে কাঁধে তুলে নিয়েছেন চাহালকে। তারপর রীতিমত তাঁকে কাঁধে চাপিয়েই ঘুরপাক খাচ্ছেন। সঙ্গীতার কাণ্ডে তিনি যে খানিক হতচকিত, তা স্পষ্ট ক্রিকেটতারকার হাবভাব থেকেই। মাটিতে পা দেওয়ার পর খানিক সময় নেন ধাতস্থ হতে। এরপরেই মুখে ফিরে আসে হাসি। অনুষ্ঠানে উপস্থিত বাকিরাও যোগদান করেন হাসি-ঠাট্টায়। হাততালি দিতেও শোনা যায় অনেককে। প্রসঙ্গত যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মতই সোশ্যাল মিডুয়ায় চর্চার কেন্দ্রে রয়েছেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা’ও। এক বেসরকারী চ্যানেল অনুষ্ঠিত একটি ডান্স রিয়্যালিটি শো’তে অংশ নিয়েছেন তিনি। ধনশ্রীর জন্য ভোট চেয়ে ভিডিওবার্তা পাঠাতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, জস বাটলারদের।

দেখুন যুজবেন্দ্র চাহালের ভিডিওটি-

Also Read: মার্করাম নয় বরং বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়া হলো SRH দলের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *