sana-ganguly-had-a-road-accident

ফের শহর কলকাতায় বেপরোয়া বাসের দৌরাত্ম্য। ডায়মণ্ড হারবার রোডে গতকাল সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ গঙ্গপাধ্যায়ের (Sourav Ganguly) কন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। ড্রাইভারের পাশের আসনে বসে ছিলেন তিনি। বাড়ি ফেরার পথে একটি বাস ধাক্কা মারে সানা’র গাড়িতে। দুর্ঘটনার পর বাসটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করায় তার পিছু ধাওয়া করেছিলেন সানার গাড়ির চালক। বেহালা সখের বাজার অঞ্চলে সেটিকে থামানো সম্ভব হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে আটক বাসটির ড্রাইভারকে গ্রেফতার করেছে। যেদিকে ধাক্কা মেরেছিলো বাসটি, তার বিপরীত দিকে বসেছিলেন সানা (Sana Ganguly)। ফলে সৌভাগ্যবশত তাঁর বড়সড় কোনো আঘাত লাগে নি। নিরাপদ রয়েছেন গাড়ির চালক’ও।

Read More: “এর মোটা চামড়া, ধাক্কা দিয়ে সরাতে হবে…” অফ ফর্মে সত্ত্বেও অবসরে ‘না’ রোহিতের, ক্ষুব্ধ সমাজমাধ্যম !!

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বেহালা চৌরাস্তা অঞ্চলে দুটি বাসের মধ্যে চলছিলো রেষারেষি। ঐ অঞ্চলেই থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরা। বাড়ির গলিতে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছিলেন সানা’র গাড়ির চালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে গাড়িতে। গাড়ির একটি পাশ দুমড়ে গিয়েছে। ভেঙেছে একটি জানলাও। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি উল্টেও যেতে পারত বাসের ধাক্কায়। পুলিশের তৎপরতাতেই এরপর বাড়িতে পৌঁছে দেওয়া হয় সানা’কে (Sana Ganguly)। গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবস্থাও নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে ঐ বাস ও তার চালকের বিরুদ্ধে। চলছে তদন্ত।

কলকাতায় থাকেন না সানা (Sana Ganguly)।  ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে ইকোনমিক্সের স্নাতক ডিগ্রী লাভের পর বর্তমানে ইনোভার্ভ বলে একটি সংস্থায় কর্মরতা তিনি। সংস্থার সদর দপ্তর’ও লন্ডনেই। এর আগে এন্যাক্টাস সংস্থার হয়ে কাজ করেছেন তিনি। ইনটার্ন ছিলেন প্রাইসওয়াটারহাউজকুপার্স সংস্থাতেও। এছাড়া ডেলয়েটের মত বিশ্ববিখ্যাত কনসাল্টিং ফার্মেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যের (Sourav Ganguly) বড় দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহা’র বাগদানের অনুস্থান ছিলো। সেখানে অংশ নিয়েছিলেন সানা (Sana Ganguly)। নববর্ষে স্ত্রী ডোনা ও কন্যা সানা’র সাথে ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গতকালের সড়ক দুর্ঘটনার পর তাঁর কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায় নি।

Also Read: চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন বুমরাহ, দায়িত্বে ফিরলেন বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *