Rahul Dravid: শুরু হয়ে গিয়েছে ভারত ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ম্যাচে লঙ্কা বাহিনীকে পরাস্ত করে দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। গতকাল ভারতীয় প্লেয়াররা প্রমান করলো কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন, এবার ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের পালা তাদের সেরাটা দেওয়ার। ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দলে ফিরেছেন। রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) আবির্ভাব হতে চলেছে। তবে অন্যদিকে বিরাট-রোহিতদের রেকর্ড ভেঙে দলে এন্ট্রি নিতে চলেছেন রাহুল দ্রাবিড়ের ছেলে।
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়ের সন্তান সমিত দ্রাবিড় (Samit Dravid) বড় রেকর্ড ভেঙে ফেললেন। আসন্ন মহারাজা ট্রফির (KSCA T20) নিলামে মাইসুরু ওয়ারিয়র্স কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়কে কিনেছে। একজন তুখোড় অলরাউন্ডার হিসাবে তার ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছে, গত মৌসুমের রানার্স আপ দল মাইসুরু ওয়ারিয়র্স ৫০,০০০ টাকা দিয়ে দ্রাবিড়কে দলে শামিল করলো। সামিত, ১৮ বছর বয়সী অলরাউন্ডার। পাশাপশি, মিডিয়াম পেস বোলিং করতে পারেন এবং মিডল অর্ডারে ব্যাটিং করার ক্ষমতা রাখেন।
রেকর্ড গড়লেন দ্রাবিড়
কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসেবে, তিনি দলকে ২০২৩-২৪ সালের কোচবিহার ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এমনকি, সমিত আলুরে ল্যাঙ্কাশায়ার দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের প্রতিনিধিত্বও করেছিলেন। আসন্ন মহারাজা ট্রফিতে সমিত প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান করুণ নায়ারের (Karun Nair) নেতৃত্বে খেলবেন। পাশাপশি এই দলে কৃষ্ণাপ্পা গৌতমকে ৭.৪ লক্ষ টাকা ও সুচিতকে ৪.৮ লক্ষ টাকায় দলে শামিল করেছে।
অন্যদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের কথা বলতে গেলে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়ের পর রোহিত ও কোহলিকে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। এবার ১মাস পর আবার দলে ফিরবেন দুই কিংবদন্তি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে দেখা যাবে দুই কিংবদন্তিকে। পাশাপশি, এরপর বাংলাদেশ সিরিজে দুই কিংবদন্তিকে লক্ষ করা যাবে। আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির কথা নজরে রেখে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফর থেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিতে চায়।