IPL 2025: আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে প্যাট কামিন্স প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই একাদশে মূলত ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে স্যাম কুরানকে নিয়ে আসেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে আজ প্রথম ইনিংসে ৫ বারের চ্যাম্পিয়নদের হয়ে ওপেনিং করতে আসেন শাইক রশিদ ও আয়ুশ মাত্রে। শাইক মাত্র শূন্য রানে মাঠ ছাড়েন। এরপর স্যাম কুরান দলকে ভরসা দেওয়ার জন্য মাঠে নামেন।
Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!
সমর্থকরা মনে করেছিলেন স্যাম কুরান স্কোরবোর্ড এগিয়ে নিয়ে দলকে লড়াইয়ে জায়গায় পৌঁছে দেবেন। কিন্তু পঞ্চম ওভারেই হর্ষল প্যাটেলের করা দুরন্ত বলে অনিকেত বর্মাকে ক্যাচ দিয়ে বসেন এই তারকা অলরাউন্ডার। তিনি মাত্র ১০ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন স্যাম কুরান। “রাচিন রবীন্দ্রের বদলে এই বিদেশি তারকাও একাদশে এসে দলকে ডুবিয়ে দিলেন।”, বলেন কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন সমর্থকরা।
“জেমি ওভারটনের জন্য খারাপ লাগছে, পাওয়ারপ্লেতে বল করেছেন কিন্তু কখনও ব্যাটিং করার সুযোগ পাননি। এখন তার জায়গায় স্যাম কুরানকে নেওয়া হয়েছে। তিনি ফ্রি হিটেই ব্যাট চালাতে ভয় পাচ্ছিলেন।”, বলে উল্লেখ করেছেন এক ক্রিকেট ভক্ত। “স্যাম কুরানকে ৩ নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও ভুল হয়েছে,” বলে ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন। একজন চেন্নাই ভক্ত হতাশ হয়ে লিখেছেন, “সব বিদেশি মাল ফ্লপ। হতাশ করলেন স্যাম কুরান”