ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ সব সময় ক্রিকেটের মঞ্চে উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। দুই দলই জয় তুলে নিয়ে দেশের সম্মান বৃদ্ধি করার চেষ্টা করেন। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) আবারও চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে ব্লু ব্রিগেডরা পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচেও বিতর্ক পিছু ছাড়েনি। একাধিক ঘটনা বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। চূড়ান্ত ম্যাচেও লজ্জাজনক হারের সম্মুখীন হওয়ার পর সালমান আলী আঘাদের (Salman Ali Agha) কার্যকলাপ আবারও সমালোচনার মুখে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
Read Als0: হ্যারিস রউফের নোংরামির জবাব দিলেন বুমরাহ, করলেন উগ্র সেলিব্রেশন !!
ফাইনালে হার পাকিস্তানের-

এই বছর বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানের (Mohammed Rizwan) মতো তারকাদের ছাড়াই এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল পাকিস্তান। সালমান আলী আঘার (Salman Ali Agha) নেতৃত্বে ফাইনালে জায়গা করে নেয়। কিন্তু এই বছর টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ৩ বারের মুখোমুখিতে একটিও ম্যাচে জয় তুলে নিতে পারেনি পাক বাহিনী। রীতিমতো তারা সমালোচনার মুখে পড়েছে। রবিবার ফাইনালে প্রথম থেকে লড়াই করার চেষ্টা করেছিল শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi)।
প্রথম ইনিংসে সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) এবং ফখর জামানের (Fakhar Zaman) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে পাক বাহিনী ১৪৬ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের প্রথম দিকে চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল। টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে ফেলে ব্লু ব্রিগেডরা। এই রকম পরিস্থিতিতে হাল ধরেন তিলক বর্মা (Tilak Varma)। তিনি একাই ৫৩ বলে অপরাজিত ৬৯ রান সংগ্রহ করে পাঁচ উইকেটে ভারতীয় দলকে জয় এনে দেন।
বিতর্কে সালমান আলী আঘা-

ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে ট্রফি নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। যার ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে অনেকটাই বিলম্ব হয়। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে এসিসির (ACC) প্রতিনিধি আমিনুল ইসলাম পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার (Salman Ali Agha) হাতে রানার্স আপের চেকটি তুলে দেন। কিন্তু পাক অধিনায়ক রাগে এবং হতাশায় সেই চেকটি ছুড়ে ফেলে দেন।
যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। কটাক্ষ করে লিখেছেন, “যাদের রুটির প্রয়োজন তারা এই চেকটির মূল্য বুঝবেন না।” অন্যদিকে মহসিন নকভির হাত থেকে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি নিতে অস্বীকার করার পর ট্রফি এবং মেডেল নিয়ে নিজের হোটেলে চলে যান এসিসি প্রধান। তার এই কর্মকাণ্ডও তীব্র সমালোচনা মুখে পড়েছে। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav);শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠতে দেখা যায়।