শ্রীলঙ্কা
Sri Lankan players watch the review of the leg-before-wicket (LBW) appeal against Australia batsman Aaron Finch during the second T20 international cricket series match between Australia and Sri Lanka at the Sydney Cricket Ground (SCG) on February 13, 2022, in Sydney. - -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by Muhammad FAROOQ / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by MUHAMMAD FAROOQ/AFP via Getty Images)

গতবছরের অগস্ট মাসে আইসিসি’র ‘কোড অফ কন্ডাক্ট’-এর ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভাঙার অভিযোগ উঠেছিলো শ্রীলঙ্কার স্পিনার প্রবীন জয়বিক্রমার (Pravin Jayawickrama) বিরুদ্ধে। ২০২১-এর লঙ্কান প্রিমিয়ার লীগে জাফনা কিংসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময় ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়া সত্ত্বেও সঠিক সময়ের মধ্যে তা দুর্নীতিদমন শাখার কাছে রিপোর্ট করেন নি জয়বিক্রমা। অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ-ফিক্সিং-এ অংশ নেওয়ার জন্য প্রভাবিত করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। দুর্নীতিদমন সংস্থার নজরে আনেন নি সেই বিষয়টিও। ফলে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার রোষানলে পড়তে হয়েছিলো তাঁকে। অক্টোবরে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হয় শ্রীলঙ্কান স্পিনারকে। বছর ঘুরতে না ঘুরতেই ফের আতসকাঁচের নীচে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট। এবার দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন সালিয়া সামান (Saliya Saman)।

Read More: বিরাট কোহলি নয় বরং এই তারকাকে ‘আদর্শ অধিনায়ক’ তকমা দিলেন করুণ নায়ার !!

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট পরিচিতি রয়েছে সালিয়া সামানের (Saliya Saman)। ৩৯ বর্ষীয় অলরাউন্ডার ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৬৬২ রান করার পাশাপাশি নিয়েছেন ২৩১টি উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ৭৭টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর রান সংখ্যা ৮৯৮, নিয়েছেন ৮৪টি উইকেট। কুড়ি-বিশের ক্রিকেটে ৪৭ ম্যাচে ৬৭৩ রানের পাশাপাশি ৫৮ উইকেট নিয়েছেন তিনি। ২০২১-এর আবু ধাবি টি-১০ লীগ খেলার সময় অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন সামান (Saliya Saman)। সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয়েছে স্বাধীন আইসিসি দুর্নীতিদমন ট্রাইবুনালের হাতে। তাদের অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে যে ম্যাচ গড়াপেটার চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার। টি-১০ লীগে দুর্নীতি ঠেকানোর দায়িত্বে থাকা আইসিসি’র তৎপরতায় গড়াপেটার চেষ্টা অবশ্য রোখা গিয়েছিলো।

এমিরেটস ক্রিকেট বোর্ড-এর (ECB) দুর্নীতিদমন কোডের ধারা ২.১.১ (আবু ধাবি টি-১০ লীগের কোনো ম্যাচের ফলাফল নির্ধারণে অনৈতিক প্রভাব খাটানো, গড়াপেটা করা বা গড়াপেটার ষড়যন্ত্রে যুক্ত থাকা), ২.১.৩ (অনৈতিক কাজকর্মে যুক্ত থাকার বিনিময়ে কাউকে পুরস্কৃত করার প্রস্তাব দেওয়া) ও ২.১.৪ (শৃঙ্খলাবিধির ২.১ ধারা লঙ্ঘনের জন্য কাউকে উৎসাহিত বা প্রভাবিত করা) ভাঙা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সালিয়া সামান-সহ মোট আট জন। শ্রীলঙ্কান ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। তবে এই অভিযোগের ভিত্তিতে ২০২৩-এর ১৩ সেপ্টেম্বর থেকে শর্তাধীন নির্বাসনেই রয়েছেন সামান। তাই লিখিত ও মৌখিক প্রমাণ খতিয়ে দেখে তাঁকে ‘ব্যাকডেটেড’ শাস্তি দিয়েছে তদন্তকারী ট্রাইবুনাল।  ২০২৩-এর সেপ্টেম্বর মাস থেকেই তাঁর সাজার মেয়াদ শুরু হবে। চলবে ২০২৮-এর সেপ্টেম্বর অবধি।

Also Read: ৬, ৬, ৬, ৬…নয়া রোহিত শর্মা’র উত্থান ক্রিকেটদুনিয়ায়, ৭ বলেই তুললেন ৩৮ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *